লাখিমপুরের ঘটনায় দোষিদের শাস্তির দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে আকালি দল
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: রবিবার লাখিমপুর খেরিতে কৃষক হত্যার ঘটনার পিছনে যারা জড়িত, তাঁদের অবিলম্বে শাস্তির দাবীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবে শিরোমণি আকালি দল৷ এমনকি এবিষয়ে দলের প্রধান সুখবীর সিং বাদল স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে।
একইসঙ্গে শিরোমণি আকালি দলের আরও একটি প্রতিনিধি দল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। ঘটনায় অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবী জানাবেন তাঁরা। এবিষয়ে সুখবীর সিং বাদল বলেন, দলের উর্ধ্বে উঠে মুখ্যমন্ত্রীর ভাবা দরকার। যেভাবে নৃশংস ঘটনা ঘটেছে তা অতি বেদনাদায়ক৷ অভিযুক্তরা যতই বড় হোক না কেন, তাঁদের শাস্তি হওয়া উচিত।
একইসঙ্গে দলের আরও কিছু সদস্য লাখিমপুর খেরিতে উপস্থিত হয়ে কৃষক পরিবারের সঙ্গে দেখা করবেন৷ উত্তরপ্রদেশে গিয়ে কংগ্রেস শুধুমাত্র প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে ছাড়াতে গিয়েছিল। এভাবেই নির্বাচনী প্রচার শুরু করতে চায় কংগ্রেস৷
উল্লেখ্য, রবিবার লাখিমপুর খেরির ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন কৃষক৷ ঘটনায় অন্যতম অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্র। ইতিমিধ্যেই উত্তরপ্রদেশের সরকারের তরফে জানানো হয়েছে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে গোটা ঘটনার তদন্ত হবে৷
মঙ্গলবার পাঞ্জাব কংগ্রেস প্রধান নভজ্যোৎ সিং সিধু জানিয়েছেন, মোহালী থেকে বিশাল সংখ্যক ট্র্যাক্টর নিয়ে লাখিমপুরের উদ্দেশ্যে রওনা দেবে কংগ্রেস৷