পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে অপসারিত শিশির অধিকারী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতির পদ থেকে অপসারিত শিশির অধিকারী নতুন সভাপতি হলেন সৌমেন মহাপাত্র। মঙ্গলবারই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হয় শিশির অধিকারীকে ।

এরপর বুধবার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল। যা নিয়ে রাজ্য রাজনীতির অন্দরে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ। বিধানসভা নির্বাচনের আগে অধিকারী পরিবারের সঙ্গে শাসক শিবিরের যে দূরত্ব তৈরি হচ্ছে, সরকারের একের পর এক সিদ্ধান্তে জোরালো হয়ে উঠেছে।

এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের আগে ক্রমেই সরগরম পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যজুড়ে। একের পর এক জেলায় কেউবা বিদ্রোহ ঘোষণা করছেন শাসকদলের বিরুদ্ধে। কেউবা আবার সোজাসুজি অনুগামী নিয়ে যোগদান করছেন বিজেপিতে। তা নিয়ে দিশেহারা অবস্থা শাসক শিবিরের।

তারই মাঝে বড় ধাক্কা শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান। তবে শুভেন্দু যে দিন তার বক্তব্যে আভাস দিয়েছিলেন পরিবারে পদ্ম ফোটাবেন সেদিনই সতর্ক হয়ে গিয়েছিল তৃণমূল । এর পরপরই কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে। এরপরই তিনিও বিজেপির পথে পা বাড়ান।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-ex-mp-kd-singh-arrested-by-enforcement-directorate/

সেইসঙ্গে দাদার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে মেদিনীপুরের মাটি থেকে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দেন। এত তাৎপর্য ঘটনার মাঝেও শিশির অধিকারীর নীরব থাকার বিষয়টি জল্পনা উস্কে দিয়েছিল। পরে অবশ্য নীরবতা ভঙ্গ করে শিশির অধিকারী জানান, তিনি ছেলেদের বিরুদ্ধাচারণ করতে পারবেন না।

তখনই দলের কাছে পরিষ্কার হয়ে যায়, বর্ষীয়ান সাংসদ হয় বিজেপিতে যাবেন, নাহলে রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নেবেন। বিধানসভা নির্বাচনের আগে নতুন করে ধাক্কা যাতে না আসে তার জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক শিবির।

প্রথমে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান থেকে সরানো হল শিশিরবাবুকে। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের জেলার সভাপতির পদ থেকে সরিয়ে খর্ব করে দেওয়া হল সাংগঠনিক ক্ষমতা।

সম্পর্কিত পোস্ট