দিল্লিতে শর্তসাপেক্ষে খোলা হবে শপিং মল, বাজার জানালো কেজরিওয়াল সরকার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ খুলে দেওয়া হবে শপিং মল, বাজার, তবে খোলার জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হবে। জানিয়ে দিল দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার।

১৭ই মের পর চতুর্থ দফার লকডাউনেই খুলে যাবে শপিং মল আর বাজার। বৃহস্পতিবার এক প্রস্তাবে দিল্লির কেজরিওয়াল সরকার বলে শপিং মল ও বাজার খুলে দেবে প্রশাসন কিন্তু, শর্তসাপেক্ষে। এছাড়াও খুলে দেওয়া হবে বাস পরিষেবা ও মেট্রো পরিষেবা।

সেক্ষেত্রে ট্যাক্সিতে দুজন যাত্রী ও বাসে ২০ জন যাত্রীর বেশি ওঠানো যাবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। মেট্রোর ক্ষেত্রে মানতে হবে সামাজিক দূরত্ব।

২১ মে থেকে রাস্তায় হলুদ ট্যাক্সি , ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া

দিল্লি সরকার জানিয়েছে নির্মাণ কাজও শুরু হবে এবার। দিল্লি জুড়ে নির্মাণ কর্মীদের কাজ শুরু করার প্রস্তাব দিয়েছে কেজরিওয়াল সরকার।

পিটিআইকে দেওয়া তথ্য অনুযায়ী দিল্লি জুড়ে নির্মাণ কাজ শুরু হতে পারে। সেক্ষেত্রে শপিং মল ও বাজার খুলে দেওয়ার সময় মানতে হবে জোড় বিজোড় নীতি।

পরবর্তী দু তিন দিনের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হবে। সোমবার থেকেই বাজার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দিল্লি প্রশাসন। অনলাইনে মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে লকডাউনে কি কি শিথিলতা আনা হবে, তা নিয়ে খসড়া তৈরি করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট