কমিশনের সঙ্গে বৈঠকের পরই তরজায় তৃণমূল-বিজেপি, প্রশ্ন BSF-র ভূমিকা নিয়ে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  রাজ্যে তিন দিনের সফরে এসেছেন নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কমিশনের তৎপরতা তুঙ্গে। এরই মাঝে বিএসএফের ভূমিকা নিয়ে তরজায় জড়িয়ে পড়ল তৃণমূল-বিজেপি।

বৃহস্পতিবার সকালেই এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং এর সঙ্গে আধ ঘণ্টার বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা। যদিও বৈঠকের পর দু’পক্ষে তরফেই বৈঠক সংক্রান্ত কোন বিষয় জানা যায়নি।

এরপর রাজ্যের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল কমিশনের ফুলবেঞ্চ। সেখানে তৃণমূল-বিজেপি-বাম-কংগ্রেস প্রত্যেকেই নিজেদের দাবি-দাওয়া জানায়। কমিশন সমস্ত পক্ষের বক্তব্য গুরুত্বসহকারে শুনেছেন বলে জানা গিয়েছে।

বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন সীমান্তবর্তী এলাকায় বিএসএফ তান্ডব চালাচ্ছে। গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখানো হচ্ছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে তৃণমূল কংগ্রেসের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। চাপ দেওয়া হচ্ছে বিজেপিতে ভোট দেওয়ার জন্য।

১৮ মাস কৃষি আইন মুলতবি ! কেন্দ্রের প্রস্তাবে সায় নিয়ে সংশয় প্রকাশ কৃষকদের

তিনি জানান এ বিষয়ে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি তাঁর আরও জানান, ইভিএম এবং ভিভিপ্যাড নিয়ে রাজনৈতিক দলগুলি যতক্ষণ না সন্তুষ্ট হচ্ছে ততক্ষণ মকপোল করে যেতেই হবে।

যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন ভোটার তালিকা রোহিঙ্গাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল নিজেদের পক্ষে ভোট টানতেই এই কারসাজি করেছে। নির্বাচন কমিশনের হস্তক্ষেপে সেই চার থেকে পাঁচ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশীর নাম বাদ দেওয়ার দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত গত সপ্তাহেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা নিয়ে বুধবারই অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন বিজেপির কিছু অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে গিয়ে বলুন।

সংশোধিত ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬ জন। মহিলা ভোটার সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৭৯০ জন।

উল্লেখ্যা, রাজ্যের আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয়ে এদিন বাম কংগ্রেসের তরফে বিভিন্ন মন্তব্য জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। যদিও সমস্ত বিষয়গুলি কমিশন গুরুত্ব দিয়ে শুনে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

তবে এখনো পর্যন্ত কমিশনের তরফে তৃণমূল-বিজেপি তর্ক-বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রিপোর্ট কার্ড প্রকাশিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

সম্পর্কিত পোস্ট