ফিরছেন শোভন ! রত্না চট্টোপাধ্যায়কে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিল দল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের শোভন চট্টোপাধ্যায়ের দলে ফেরা নিয়ে জল্পনা শুরু। আর তাঁর কারণেই রাতারাতি বদলে গেল দাবার ছক। একই সঙ্গে চলে গেল স্পষ্ট নির্দেশ। আর সেই কারণেই জল্পনা ছড়ালো রাজ্য রাজনীতিতে।

একজনকে নির্দেশ দেওয়া হল দলের সব রকমের সাংগঠনিক কাজকর্ম থেকে দূরে সরে থাকতে। আর তার জেরেই জোর জল্পনা ছড়ালো অপরজনকে নিয়ে তাহলে তিনি কী ফেরত আসছেন আবার দলের অন্দরে!

সোমবার রত্না চট্টোপাধ্যায়ের দায়িত্ব ছাটল তৃণমূল কংগ্রেস। শোভন চট্টোপাধ্যায়ের জায়গায় এতদিন তাঁর ওয়ার্ডের সমস্ত সাংগঠনিক দায়িত্ব সামলেছেন রত্না দেবী। সোমবার তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তৃণমূল সূত্রের খবর,শোভন চট্টোপাধ্যায়ের দল ছাড়ার পর থেকেই ১৩১ নম্বর ওয়ার্ডের সামগ্রিক দায়িত্ব ছিল রত্না চট্টোপাধ্যায়ের ওপরই। এদিন তাঁকে সমস্ত সাংগঠনিক কাজ কর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সূত্রের খবর, রত্নার বেশ কিছু কাজে দল বেজায় অসন্তুষ্ট৷ তাই তাঁকে সাংগঠনিক কাজ থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ শোভন চট্টোপাধ্যায় দল ছাড়ার পরে কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক দায়িত্ব পালন করছিলেন রত্না৷

ক্রমশ জোরালো হচ্ছে জল্পনা, গোটা ঘটনায় বিজেপি আঁতাতের সম্ভাবনার দাবি কপিল সিব্বলের

যদিও ওই ওয়ার্ডে খোকন গায়েনকেই দলের সভাপতি পদে রাখা হয়৷ কিন্তু প্রতিদিন ওয়ার্ড সামলানোর বিষয়ে মূলত সক্রিয় ছিলেন রত্নাই৷

১৩১ নম্বর ওয়ার্ডে শোভনের জায়গায় নিজেকে তুলে ধরতে মরিয়া ছিলেন রত্না। গত সপ্তাহেই বৃক্ষরোপণ কর্মসূচিতে আয়োজকের ভূমিকায় দেখা যায় তাঁকে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত একতরফা নিচ্ছিলেন রত্না। তাতেই ক্ষুব্ধ হয় দলীয় নেতৃত্ব।

রাজনৈতিক পর্যবেক্ষকরা যদিও এই ঘটনায় অন্য বিশ্লেষণ খুঁজছেন। তাঁদের ধারনা শোভনের বিজেপি মোহ ভঙ্গ হয়েছে। তিনি ফিরতে চাইছেন তৃণমূলে। কিন্তু রত্না যতদিন দলের কাজকর্মের সঙ্গে সক্রিয় ভাবে জড়িয়ে থাকবেন ততদিন তিনি তৃণমূলের জন্য প্রকাশ্যে সক্রিয় হবেন না।

আর সেই কারনেই এখন শুরু হয়ে গেল রত্নাকে নিক্রিয় করার পালা। অনুমান এরপরে খুব শীঘ্রই বিশেষ কোনও বার্তা দিতে পারেন শোভনবাবু যা তাঁর তৃণমূলে ফেরার ইঙ্গিত দিতে পারে।

সম্পর্কিত পোস্ট