মশার হাত থেকে বাঁচতে মসকিউটো ব্যান্ড প্রদান করলেন শোভনদেব চট্টোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বসন্তের পর আসে গ্রীষ্মকাল। তারপর বর্ষা। এই সময় মশার উপদ্রব বেড়ে যায়।
সেই মশার হাত থেকে সুরক্ষিত রাখার জন্য এলাকার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্রী শোভন দেব চট্টোপাধ্যায় উদ্যোগে ৮১ নম্বর ওয়ার্ডের খুলি পাড়া ও ঝালদার মাঠে এবং বাগানবাড়িতে ওডোমস মসকিউটো ব্যান্ড প্রদান করা হলো প্রায় ৩০০ বাচ্চাকে।
আরও পড়ুনঃ বন্ধ কলেজ স্ট্রিট চত্ত্বর, আন্দোলনে অনড় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা
যাতে ওই দিনগুলো মশাবাহিত রোগ গুলি থেকে নিজেকে বিরত রাখা যায় ।
এদিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কথা বললেন ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে , শুনলেন তাদের অভাবভিযোগের কথাও।
দিলেন বসন্ত উৎসবের শুভেচ্ছাও । এদিন মন্ত্রীর সঙ্গে থাকলেন ওই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবিকা তানিয়া পাল , তৃণমূল যুব নেতা নীল মালাকার প্রমুখ।