দুঃস্থ ও অসহায় মানুষের সঙ্গে জন্মদিন পালন করলেন ডাক্তারির প্রথম বর্ষের ছাত্রী শ্রেয়া

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুঃস্থ অসহায় মানুষের সাথেই জন্মদিন পালন করলেন ডাক্তারির প্রথম বর্ষের ছাত্রী শ্রেয়া রায়।

বুধবার নবপল্লী প্রথমা আবাসনে অসংখ্য দুঃস্থ ও অসহায় মানুষের হাতে চাল, ডাল,আলু,পেঁয়াজ,তেল,সোয়াবিন, সাবান,মাস্ক ও মিষ্টির প্যাকেট তুলে দেন শ্রেয়া।

তার সঙ্গে এদিন ছিলেন তার দিদি ডাক্তারির ছাত্রী বন্নিশিখা রায় ,বাবা তাপস রায় ও মা ফাল্গুনী রায়। ছিলেন পরিবারের অনেকেই। আমফান বিধ্বস্ত বেশ কয়েকটি পরিবারের হাতে এদিন ত্রিপলও তুলে দেন শ্রেয়া।

অসহায় দুঃস্থ মানুষদের সঙ্গে জন্মদিনের দিন কাটানোয় খুশি শ্রেয়া জানায় এভাবেই সবসময় সে মানুষের পাশে থাকতে চায়।

ডাক্তার হওয়ার পর দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসার উপরই বেশি জোর দিতে চায় সে। এবিষয়ে বারাসত পুরসভার প্রশাসক সুনীল মুখার্জী জানান শ্রেয়া রায়ের মত মেয়েরাই বাংলা তথা বারাসতের গর্ব।

সম্পর্কিত পোস্ট