Shri Shri Harichand Thakur’s Birthday : সরকারী ছুটি থাকলেও সচল থাকল অর্থ বিভাগ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন (  Shri Shri Harichand Thakur’s Birthday ) উপলক্ষে রাজ্য সরকার ( West Bengal Govt.) ছুটি ঘোষণা করলেও সচল থাকল অর্থ বিভাগ ( Finance Department )। অর্থবর্ষ শেষ হওয়ার ঠিক আগের দিনটি বুধবার হওয়ায় জরুরি কাজের জন্য বিভিন্ন সরকারি দফতর ও ট্রেজারি-পে অ্যাকাউন্টস অফিসগুলিতে কিছু কর্মী-আধিকারিককে যেতে হয়েছে।

Shri Shri Harichand Thakur’s Birthday

এর আগে রাজ্য সরকার ১০ এপ্রিল রবিবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি বলে জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল ৷ সেদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছি৷ কিন্তু পরে নবান্নের তরফে সংশোধনী আনা হয় ।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন (  Shri Shri Harichand Thakur’s Birthday )পালন করা হয়৷ এবছর মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি পড়েছে ১৫ চৈত্র, ১৪২৮।  ইংরেজিতে ৩০ মার্চ ২০২২৷ তাই ওই দিন সমস্ত সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, পুরনিগম ও পুরসভাগুলি বন্ধ থাকবে৷

প্রশাসনিক সূত্রে খবর, বর্ষ শেষের দিনগুলিতে বিভিন্ন সরকারি অফিসে খরচের বিল পাশ করানোর জন্য বিশেষ তৎপরতা চলে। বিভিন্ন ধরনের বিল পাঠানো ও পাশ করানোর সময়সীমা অর্থ দফতর নির্দিষ্ট করে দেয়।

TMC MLA Narendranath Chakraborty : উপনির্বাচনের প্রচারে কমিশনের নিষেধাজ্ঞা, Viral Video ঘিরে বিপাকে TMC

তবু শেষ সময় পর্যন্ত বিল পাঠানো ও পাশ করার প্রক্রিয়া চলে। এই কারণে ছুটির দিনে এই সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মী ও আধিকারিকদের অফিসে যেতে হয়েছে। কোনও কোনও অফিসের কর্মীরা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, ছুটির দিনে কাজ করার বিনিময়ে পরে তাঁদের বিশেষ ছুটি দিতে হবে। এই বিষয়টি সরকার বিবেচনা করে দেখছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট