বিদ্রোহী বিধায়কের বিধায়ক পদ বাঁচাতে মরিয়া রাজ্যের শাসকদল, এ যেন পুরো উলট পুরাণঃ শুভেন্দু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  যথাযথ বিধি মেনে লেখা হয়নি। তাই গৃহীত হল না শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র। কারণ দর্শিয়ে অর্ডার দেবেন বলে জানালেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

বুধবারই বিধানসভায় সশরীরে হাজির হয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন গৃহীত হচ্ছে না শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র।

বিধানসভার নিয়ম অনুযায়ী, সশরীরে হাজির হয়ে অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র দিতে হয় বিধায়কদের। তবে শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছিলেন যখন বুধবার সেই সময় বিধানসভায় ছিলেন না বিমান বন্দ্যোপাধ্যায়। তাই বিধানসভার সচিবের কাছে ইস্তফাপত্র জমা দেন শুভেন্দু অধিকারী।

আজ সাংবাদিকদের মুখোমুখি হন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, নিয়ম মেনে লেখা হয়নি পদত্যাগ পত্র। তবে এই বিষয়ে বিবেচনা করেই সিদ্ধান্ত জানাবেন বলে জানান তিনি।

এই গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “সারাদেশে পদত্যাগী বিধায়কের বিধায়ক পদ খারিজ করতে ঝাঁপিয়ে পড়ে শাসক দল। আর এখানে বিদ্রোহী বিধায়কের বিধায়ক পদ বাঁচাতে মরিয়া রাজ্যের শাসকদল। যেন পুরো উলট পুরাণ। গোটা বিষয়টি আমি উপেক্ষা করছি। নৈতিকভাবে আমি-ই ঠিক। অধ্যক্ষ বড়জোর আমার সই যাচাই করার জন্য ডাকতে পারেন আমাকে। সে ক্ষেত্রে আমি যাব।”

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/colonel-diptangshu-chowdhury-resign-from-sbstc-chairman/

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন পদত্যাগ পত্র।  সঙ্গে আর্জি জানিয়েছেন দ্রুত যাতে সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়। একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, এতদিন তিনি যেসব পদে ছিলেন এবং যা যা চ্যালেঞ্জিং কাজ করেছেন তার জন্য।

শুভেন্দু কী নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। অবশেষে সেই জল্পনায় ধীরে ধীরে দাঁড়ি টানলেন শুভেন্দু নিজেই। তবে শুভেন্দুর সুরে সুর মিলিয়ে যারা দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা কতজন দাদার সঙ্গে থাকবেন সেটাই অপেক্ষার।

সম্পর্কিত পোস্ট