৮ এর ব্যানার ১০ অবধি থাকবে তো! জোর জল্পনা রাজনৈতিক মহলে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ১০ নভেম্বর নন্দীগ্রাম দিবসের দিনেই শুভেন্দু অধিকারী সব প্রশ্নের উত্তর দেবেন বলে জানিয়েছেন। ৮ তারিখ সকাল থেকেই শুরু হল সেই অনুষ্ঠানের প্রস্ততি। সকালে তবে সেই প্রস্তুতি পর্বে যে ছবি দেখা গেল তাতে সমস্ত জল্পনার অবসান ঘটল বলেই আপাতদৃষ্টিতে মনে করছে রাজনৈতিক মহল।

গত ৩১ অক্টোবর নন্দীগ্রামে অরাজনৈতিক বিজয়া সম্মেলনী থেকে আগামী ১০ নভেম্বর গোকুলনগরে রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তি উপলক্ষে  মহাসমাবেশের ডাক দেন শুভেন্দু।আর সেই সমাবেশের ব্যানারেই মমতার ছবি!

নন্দীগ্রামে শহীদ সমাবেশের যে ব্যানার টাঙানো হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবেই শুভেন্দু অধিকারীকে দেখানো হয়েছে। আর তাতেই অনেকে মনে করছেন রাজ্যের পরিবহন ,সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে তৈরী হওয়া জল্পনার এবার বোধহয় অবসান ঘটতে চলেছে!

গত কয়েকমাস যাবৎ শুভেন্দু অধিকারী যেসব কর্মকান্ড করছেন তাতে কোথাও কোনো দলীয় কর্মসূচীর ব্যানার চোখে পড়েনি। মেদিনীপুর ও তামাম জঙ্গলমহল ছাড়িয়ে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় শুভেন্দু অধিকারীর প্রচারে পোস্টার ফেলেছেন শুভেন্দুর অনুগামীরা- ‘আমরা দাদার অনুগামী’।

সেইসঙ্গে রাজনীতির নতুন গল্পে অন্য মাত্রা যুগিয়েছিল তাঁর বক্তব্য। কাউকে ইঙ্গিত করেই শুভেন্দু বার্তা দিচ্ছিলেন। তবে তিনি কে বা কোন দলের সঙ্গে যুক্ত তা স্পষ্ট নয়।

রাজনৈতিক মহলের একাংশের ভেবেছিলেন হয়ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই গেরুয়া শিবিরে নাম লেখাবেন শুভেন্দু। সেটাও হল না। তাহলে শুভেন্দুর ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকান্ড কী হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছিল রাজনৈতিক মহলে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/gupkar-alliance-will-contest-on-jammu-kashmir-ddc-election/

তবে শুভেন্দু অধিকারীর বাবা, তৃণমূলের বর্ষীয়ান নেতা ও কাঁথির সাংসদ শিশির অধিকারীও স্পষ্ট করে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রীর বিজেপি যোগের প্রচার ভুয়ো।সেই দাবি যে অনেকাংশে সত্য তাই বোধহয় প্রমান করলো নন্দীগ্রামের এই পোস্টার!

শুভেন্দু অধিকারী নিজেও আগেই জানিয়েছিলেন, অনেকে অনেক কথা বলে বেড়াচ্ছেন।যতক্ষন তিনি কিছু না বলেন,দলীয় কর্মীরা,তাঁকে ভালোবাসার মানুষেরা যেন কোন কথা বিশ্বাস না করেন। তার পর সরকারী অনুষ্ঠানে তাঁকে পাওয়া গেছে সুতাহাটায়। পরে পটাশপুরে সরকারি অনুষ্ঠানে এসে নেত্রীর কথা বলতে শোনা গেছে তাঁর মুখে।

তবে ৮এর ব্যানার ১০ অবধি থাকে নাকি সেটাই দেখার।

সম্পর্কিত পোস্ট