Team Changing Cases Hearing: স্পিকারের সঙ্গে ৩ মিনিটের কথা শুভেন্দুর, পরবর্তী শুনানি ৩০ জুলাই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ এর মামলার শুনানি ছিল শুক্রবার। এদিনই বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। দুপুর ১.৫৭ মিনিট নাগাদ বিধানসভার অধ্যক্ষের ঘরে হাজির হন বিরোধী দলনেতা। মিনিট তিনেকের কথার পরেই বেরিয়ে যান তিনি।
সূত্রের খবর অধ্যক্ষ শুভেন্দুকে আরো বেশকিছু নথি জমা দেওয়ার কথা জানান। একই সঙ্গে সই-সাবুদের বিষয়ক বেশ কিছু তথ্য জানান তিনি। ৩০জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
তৃতীয়বার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই প্রথম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। দলত্যাগ বিরোধী আইন মুকুল রায়ের বিধায়ক পদ করেছে দাবি তুলে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। পিএসসি চেয়ারম্যান পদে মুকুল রায় ঘোষণার পর থেকেই বিধানসভার আটটি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দেন বিজেপির বিধায়করা।
রাজ্যসভার দীনেশ ত্রিবেদীর আসনে ভোট ৯ আগস্ট, নাম উঠে আসছে যশবন্ত সিনহার
সূত্রের খবর যে খসড়া তৈরি হয়েছে স্পিকারকে দেওয়ার জন্য সেটা খ্যাতনামা আইনজীবী রাম জেঠমালানির পুত্র মহেশ জেঠমালানি এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব তৈরি করেছেন। তাতে আবার চোখ বুলিয়েছেন বিজেপির বিধায়ক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অম্বিকা রায়। এর থেকেই স্পষ্ট, আইনি দিক থেকে কোমর কষে মাঠে নামছে বিজেপি।
মুকুল রায়ের বিরুদ্ধে জমা পড়বে ভিডিও সিডি। সূত্রের খবর গোটা বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যপাল জাগদীপ ধনকরের কথাও হয়েছে। স্পিকার যদি বিষয়টি নিয়ে টালবাহানা করেন তাহলে বিজেপি নেতৃত্ব আদালতের দ্বারস্থ হতে পারেন বলে জানা গেছে।