রবিবারই সাংবাদিক সম্মেলনে অবস্থান স্পষ্ট করবেন শুভেন্দু, খবর ঘনিষ্ঠ মহল সূত্রে
দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ শুভেন্দু অধিকারীর হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ সৌগত রায় । মঙ্গলবার রাতে বৈঠকের পর তৃণমূল নেতৃত্ব দাবি করেন, তিনি দলেই রয়েছেন।
তবে বুধবার দুপুরে জানা যায়, দলের প্রবীণ সাংসদ সৌগতকে মেসেজ করে শুভেন্দু জানিয়েছেন, “এক সঙ্গে কাজ করা অসম্ভব”।
এ প্রসঙ্গে সৌগত সাংবাদিকদের সামনে বলেন, “আমি আপনাদের কাছে সত্যনিষ্ঠার সঙ্গে বলেছি, বৈঠকে যা কথা হয়েছে, সেটাই আমি বলেছিলাম। সেখানে শুভেন্দু অধিকারী ছাড়াও আরও চার জন উপস্থিত ছিলেন। যদি তিনি মন পরিবর্তন করে থাকেন, আমার কিছুই বলার নেই। সে ব্যাপারে তিনিই আপনাদের জানাবেন”।
শুভেন্দুর বার্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছেন কি না, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান সৌগত। পাশাপাশি শুভেন্দুর সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে কেন এমন ঘটল?
সৌগত রায় বলেন, “কালই বলেছিলাম, শুভেন্দু সব বলবেন। এখন যদি উনি মন পরিবর্তন করে থাকেন, তা হলে সেটা তাঁর ব্যাপার। আমাদের আর কিছু বলার নেই”।
এ দিন সকাল ১১.৪৫টা নাগাদ সৌগতকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন শুভেন্দু। তিনি জানান, “আমার বক্তব্যের এখনও সমাধান করা হয়নি। সমাধান না করেই আমার ওপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে। ৬ ডিসেম্বর আমার সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। সাংবাদিক সম্মেলন করে সব জানানোর কথা ছিল। কিন্তু তার আগেই আপনারা প্রেসকে সব জানিয়ে দিলেন। ফলে এক সঙ্গে কাজ করা মুশকিল। আমাকে মাফ করবেন”।
শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর রবিবার সাংবাদিক বৈঠক করবেন। সেদিনই স্পষ্ট করবেন নিজের অবস্থান। জানা গেছে শুভেন্দুর ঘনিষ্ঠ মহলের তরফে।
প্রসঙ্গত, কলকাতার বৈঠকের পর বুধবার সকাল থেকে কাঁথির শান্তিকুঞ্জের শুভেন্দু বাড়িতে ভীড় জমতে শুরু করেছে। এদিন সকাল বাড়িতে একাধিক অনুগামীরা এসে হাজির হন।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/complications-again-it-is-difficult-to-work-together-subhendur-sent-an-sms-to-saugat-roy/
অনুগামীদের প্রশ্ন করা হলে জানান তিনি দাদা সঙ্গে দেখা করতে চান৷ কি বিষয় দেখা করবেন তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তাদের বাড়ি কোথাও তাও জানাননি।
উল্লেখ্য, শুভেন্দুর সাংবাদিক বৈঠকের পর ৭ তারিখ জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সভায় শুভেন্দুর উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়ে গিয়েছিল।
তৃণমূলের তরফে ধরে নেওয়া হয় মঙ্গলবারের বৈঠকের পর মমতার সভায় উপস্থিত থাকছেন শুভেন্দু। কিন্তু তাঁর অনুগামীরা দাবি করেন, প্রাক্তন মন্ত্রী নিজে থেকে বৈঠক সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
এমনটাও জানা যায়, বৈঠক চলাকালীন সৌগত বায়ের ফোন থেকে দলনেত্রীর সঙ্গে কথাও বলেন শুভেন্দু। তবে শুভেন্দুর এ দিনের বার্তার পর স্পষ্ট, বরফ এখনও গলেনি!
তবে রবিবারের শুভেন্দু যদি সাংবাদিক সম্মেলন করেন তাহলে সেদিনই কার্যত পরিস্কার হয়ে যেতে পারে সমীকরণ।