নন্দীগ্রামে জয়ী শুভেন্দু, টুইটে দাবি অমিত মালব্যর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কয়েকঘন্টার মাঝেই বদলে গেল নন্দীগ্রামের সমীকরণ। হাইভোল্টেজ নন্দীগ্রামের দিকে নজর ছিল সকাল থেকেই। সকাল থেকে চলছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে দড়ি টানাটানি লড়াই। বিকেলে এএনআই সূত্রে খবর মেলে নন্দীগ্রামে ১২০০ ভোটে জিতছেন মমতা৷
কিন্তু সময়ের পরে বদলে যায় নন্দীগ্রামের রাজনৈতিক ভবিতব্য৷ ১৬২৩ ভোটে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। টুইট করে এমন কথাই জানিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য।
This is BIG.
Mamata Banerjee, the sitting Chief Minister, loses Nandigram.
BJP’s Suvendu Adhikari wins by 1,622 votes.
After this crushing defeat what moral authority will Mamata Banerjee have to retain her Chief Ministership?
Her defeat is a taint on TMC’s victory…
— Amit Malviya (@amitmalviya) May 2, 2021
জানা গিয়েছে, বিকেল ৫ টা নাগাদ ১৭ রাউন্ড গণনা শেষ হতেই সংবাদসংস্থা এএনআই জানিয়ে দেয় নন্দীগ্রামে জয় নিশ্চিত মমতার৷
কিন্তু এক ঘন্টা পরেই পুর্নগণনার দাবী করেন শুভেন্দু অধিকারী। পরে ১৬২৩ ভোটে জয়লাভ করেন তিনি।
ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, মানুষের রায় মেনে নিচ্ছি। কিন্তু ভোট লুঠ হয়েছে নন্দীগ্রামে। এমনকি বিষয়টি নিয়ে কমিশনের বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানিয়েছেন তিনি।