অমিত শাহের হাত ধরেই বাংলার মাটিতে পা রাখবেন ‘বিজেপি নেতা’ শুভেন্দু ! খবর ঘনিষ্ঠমহল সূত্রে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সব জল্পনায় দাঁড়ি টেনে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা। শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্র মারফত জানা গিয়েছে, সম্ভবত শুক্রবারই বিজেপিতে যোগ দিতে চলেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

জানা গেছে ১৭ তারিখ তাম্রলিপ্ত সরকারের একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেবেন শুভেন্দু। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ওইদিনই বিকেলে বিমানে দিল্লি যাবেন। শুক্রবার যোগ দিতে পারেন বিজেপিতে।

যদিও শুভেন্দু অধিকারীর তরফে এব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই হয়ত এই বঙ্গে ‘বিজেপি নেতা’ শুভেন্দু পা রাখবেন বাংলারা মাটিতে।

গত কয়েক মাস ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে চলছে বিস্তর জল্পনা। দলের প্রতি ক্ষোভ রয়েছে শুভেন্দুর। যা নিয়ে প্রকাশ্য সভাতেও নিজের মতামত জানিয়েছেন তিনি।

করোনা কালে একটানা কয়েকমাস দলের ব্যানার ছাড়াই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা গিয়েছে নন্দীগ্রামের বিধায়ককে। ‘দাদার অনুগামী’ লেখা ব্যানারে একের পর এক সভা-সমাবেশ করেছেন শুভেন্দু।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/we-will-make-political-stability-in-north-bengal-said-mamata/

শেষমেশ শুভেন্দু অধিকারীর মানভঞ্জনে তৎপর হয় তৃণমূল। তাঁর সঙ্গে বৈঠক করেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।

তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরও হাজির ছিলেন সেই বৈঠকে। এমনকী বৈঠকের ফাঁকেই নাকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও শুভেন্দুর ফোনে কথা হয়।

যদিও সেই বৈঠকে মেলেনি রফাসূত্র। দলের প্রতি ক্ষোভ কমেনি শুভেন্দুর। নিজের অবস্থান স্পষ্ট করতে দিন কয়েক সময় চেয়েছিলেন শুভেন্দু। এবার সেই সময় বোধ হয় শিয়রে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই রাজ্যের নিরাপত্তা ছেড়েছেন। আপাতত নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন ‘জননেতা’ শুভেন্দু। যা নিয়ে গত কয়েকদিন আগে আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু ঘনিষ্ঠ প্রাক্তন এক তৃণমূল নেতা।

এমনকি শুভেন্দু অধিকারীর প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করা হয় অনুগামীদের তরফে। এই বিষয়ে রাজ্যপালের দ্বারস্থ হওয়ার কথাও জানানো হয়। এরই মধ্যে শুভেন্দু অধিকারীকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/suvendu-adhikari-attacked-trinomul-without-mentioning-name/

জানা যাচ্ছে, তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর জন্য বুলেটপ্রুফ গাড়ি-সহ কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

তবে নিরাপত্তা বিষয়ে এখনও পর্যন্ত কারোর তরফে কিছু জানানো হয়নি।  তবে এই বিষয়ে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কনিষ্ক পন্ডা জানিয়েছেন, দাদা জননেতা। তবে কেন্দ্রের তরফে নিরাপত্তা দেওয়ার বিষয়ে কিছুই তাঁর জানা নেই জানিয়েছেন ওই নেতা।

সম্পর্কিত পোস্ট