তৃণমূল ছাড়ার পর বিজেপিতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করতেই বিক্ষোভে বিজেপি কর্মীরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিজেপি যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করার পরেই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতারা।

শুভেন্দু অধিকারীর সঙ্গে একই পথে হেঁটে তৃণমূল থেকে ইস্তফা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বিষ্ণুপুরের প্রাক্তন পুর প্রশাসক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

এদিন নিজের ইস্তফাপত্র জেলা সভাপতি শ্যামল সাঁতরা পাঠিয়ে দেন তিনি। সেইসঙ্গে এসওপিডি চিঠি পাঠিয়ে নিজের নিরাপত্তা তুলে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/after-met-abhishek-banerjee-kalna-mla-said-he-is-in-tmc/

কিছুদিন আগেই বিষ্ণুপুর পুরসভার পুর প্রশাসক থেকে সরিয়ে দেওয়া হয় শ্যামাপ্রসাদ মুখপাধ্যায়কে। তিনি বলেন, আমাকে কাজের জন্য সুযোগ দেওয়ায় হচ্ছে না। অনেক সহ্য করেছি আর নয়। বিগত দেড় বছর ধরে কাজ করতে দেওয়া হয়নি বলে দাবী করেছেন তিনি। নিজেকে শুভেন্দু অধিকারীর অনুগামী বলে দাবী করে তৃণমূল থেকে ইস্তফা দেন রাজ্যের প্রাক্তন বস্ত্রমন্ত্রী।

আগামী দিনে বিজেপিতে যাবেন বলে সেটাই স্পষ্ট করেছেন তিনি। এরপরেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিজেপি নেতাদের।

সম্পর্কিত পোস্ট