রাণী রাসমনি অ্যাভিনিউতে পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘদিন ধরে রাণী রাসমনি অ্যাভিনিউতে অবস্থান বিক্ষোভ এবং অনশন কর্মসূচী পালন করছেন পার্শ্ব শিক্ষকরা। পশ্চিমবঙ্গ শিক্ষক সমন্বয়ের ডাকা সেই মিছিলে দেখা করতে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেখানে শিক্ষকদের বিক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রীকে।
এদিন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে তাঁদের চাকরীর স্থায়ীকরণ, বেতনবৃদ্ধি সহ একাধিক দাবী দাওয়া শোনেন। আন্দোলনরত শিক্ষকরা আশা করেছিলেন এদিন নিশ্চয় কোনও সমাধান বের হবে। কিন্তু সেই আশ্বাস মেলেনি।
বরং শিক্ষামন্ত্রী বলেন, সামনেই নির্বাচন। নির্বাচন এসে যাওয়ার কারণে এখনই তাঁদের দাবী পূরণ করা সম্ভব নয়। ভোটের পরে নতুন সরকার তাঁদের দাবী বিবেচনা করা হবে। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গ শিক্ষক সমন্বয়ের এই মঞ্চকে তৃণমূলের মঞ্চ হিসাবে অনুমোদন দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ স্মৃতিপটে পুলওয়ামা- ১৪’র ভয়াবহ স্মৃতি আগলেই বদলেছে উপত্যকার ছবি…
এর পরেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন শিক্ষকরা। শিক্ষামন্ত্রীকে ঘিরে চলে বিক্ষোভ। এদিনেই সমাধান করতে হবে শিক্ষামন্ত্রীকে। শ্লোগান তোলেন তাঁরা।
অন্যদিকে, বেতন পরিকাঠামো, স্থায়ীকরণ সহ একাধিক দাবী নিয়ে সল্টলেকের বিকাশভবনের অদুরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের বেশকিছু শিক্ষকরা। রবিবার ৫৯ তম দিনে পড়ল আন্দোলন। একইসঙ্গে ৯ দিন ধরে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
তাঁদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেও তাঁদের দাবী পূরণ হয়নি। দাবী পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।