পেশার স্বার্থে হঠকারী সিদ্ধান্তে আন্দোলন নয়, আলোচনাতেই ভরসা, তৃণমূলে যোগ দিয়ে প্রতিক্রিয়া মইদুল ইসলামের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ ডায়মন্ড হারবারে একটি জনসভায়, শিক্ষা মন্ত্রীর হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করলেন,  শিক্ষক ঐক্য মুক্তমঞ্চে সংগঠনের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিকাশ ভবনের সামনে বিষপানকারী ৫ জন শিক্ষিকা এবং সঙ্গে আরও শতাধিক সদস্য-সদস্যারা। উপস্থিত ছিলেন, রাজ্যসভার মাননীয় সাংসদ শুভাশিস চক্রবর্তী, রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, বিধায়ক অশোক দেব প্রমুখ।

তৃণমূলে যোগ দেওয়ার পর শিক্ষক নেতা মইদুল ইসলাম বলেন, “পেশাগতভাবে লড়াই করেছিলাম। আন্দোলন করেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে। সরকার বলেছে আন্দোলন নয়, আলোচনার মাধ্যমে আসতে। দাবি ন্যায্য হলে অবশ্যই দেখা হবে। হঠকারী আন্দোলন করেছিলাম তা বুঝেছি। বিজেপি, বামপন্থী ও অন্যান্য দলগুলি ফায়দা লুটেছে। সংবাদমাধ্যমের সামনে পাশে থাকার কথা বললেও কাউকেই আমরা পাশে পাইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিলাম। বুধ বা বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সময় দিয়েছেন। ওইদিন আলোচনা হবে।”

বিষপানকারী ৫ জন সহ আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখানো শিক্ষক-শিক্ষিকারা মইদুলের নেতৃত্বে ভিড়ছেন তৃণমূলে

গত ১৮ আগস্ট শিশুশিক্ষা কেন্দ্রের (SSK) পাঁচ শিক্ষিকাকে বদলির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়।  তার বিরুদ্ধে প্রতিবাদে নামে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। শিক্ষাদপ্তরের বিজ্ঞপ্তি প্রত্যাহারের আবেদন জানিয়েও লাভ না হওয়ায় তাঁরা বিকাশ ভবনের সামনে অনশন শুরু করেন। ২৪ আগস্ট আন্দোলনরত ওই ৫ শিক্ষিকা বিকাশ ভবনের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের মধ্যে পুতুল মণ্ডল-সহ ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালেও ভরতি করা হয়। বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন।

সম্পর্কিত পোস্ট