আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবিতে সরব শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি জানিয়ে আসছে শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বারবার সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে জানানো হয়েছে আবেদন।

দাবির স্বপক্ষে শহরজুড়ে ব্যানার থেকে শুরু করে সই সংগ্রহ কোনোটাই বাদ যায়নি। তারপরেও এখনও পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

আজ আবারও সেই একই দাবিতে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

সংগঠনের তরফে উপস্থিত ছিলেন মনোজ ভার্মা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট কোচ জয়ন্ত ভৌমিক, খেলোয়াড় আব্দুল খালেক ও তপন ভাওয়াল।

এদিনের বৈঠকে জয়ন্ত ভৌমিক জানান, যদি এই মূহুর্তে সরকার একটি আন্তর্জাতিক মানের মাঠ না দিতে পারে তবে অন্তত ক্রিকেটের জন্য একটি মাঠের ব্যবস্থা করে দেওয়া হোক। তাদের দাবি, শিলিগুড়িতে যেমন ফুটবলের জন্য একটি পূর্নাঙ্গ মাঠ রয়েছে তেমনই ক্রিকেটের জন্যেও একটি পূর্নাঙ্গ মাঠ তৈরি করা হোক।

মনোজ ভার্মা বলেন,কাওয়াখালিতে ক্রিকেট স্টেডিয়ামের জন্য মাঠ রয়েছে। তবে সেখানে টাউনশিপের কাজ চলছে। টাউনশিপের কারনে এই মাঠটিও তাদের হাতছাড়া না হয়ে যায় সেদিকেও সচেষ্ট রয়েছেন তারা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/prasnat-kishore-abhishek-banerjee-visit-north-engal-before-2021-assembly-election/

অন্য়দিকে, বাগডোগরা থেকে জয়পুর সরাসরি বিমান পরিষেবা চালু করার জন্য ২০২০ সালের ২৪ ডিসেম্বর মাড়োয়ারি যুব মঞ্চ শিলিগুড়ি শাখার তরফে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের কাছে আবেদনপত্র দেওয়া হয়।

এই আবেদন বিচার বিবেচনা করে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন তিনি। এরপর কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরিকে চিঠির মাধ্যমে বাগডোগরা থেকে জয়পুর সরাসরি বিমান পরিষেবা চালু করার অনুরোধ করেন।

প্রহ্লাদ সিং প্যাটেলের এই উদ্যোগের জন্য মাড়োয়ারি যুব মঞ্চ শিলিগুড়ি শাখার তরফে তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

সম্পর্কিত পোস্ট