শিলিগুড়িতে বিক্ষোভ, করোনা কাঁটায় বিদ্ধ পরিযায়ী শ্রমিকরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার কোপে লকডাউন দিন প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় দিশাহীন ভিন জেলা ও রাজ্য থেকে আগত ছাত্র সহ পরিযায়ী শ্রমিকরা।।ঘরে ফেরার তাগিদে মরিয়া প্রয়াস।

প্রশাসনিক সহযোগিতার আর্জিতে পথে নামল তারা। অভিযোগ, মিলছে না প্রশাসনিক সহাযোগিতা। প্রতিবাদে ফেটে পড়ল সকলে।

রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত বেড়ে ৬১, আক্রান্ত ১২৫৯

শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রতিবাদে বিক্ষোভ। কেউ এসেছিলেন কাজে কেউ আবার পেটের তাগিদে। শিলিগুড়ি এসে লগ ডাউনের জেরে ফেঁসে গিয়েছেন সবাই।

এদের মধ্যে পরিযায়ী শ্রমিকরাও রয়েছেন যারা প্রত্যেকেই নিজের বাড়ি ফিরতে চান। তাদের অভিযোগ, সেক্ষেত্রে অনুমতি মিলছে না। সেই অভিযোগে মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন তারা।

সম্পর্কিত পোস্ট