আগামীকাল শীতলকুচিতে সিট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার শীতলকুচি যাচ্ছে সিআইডির বিশেষ তদন্তকারী দল। ভবানীভবন সূত্রের খবর প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করতেই তারা ফের শীতলকুচি যাচ্ছেন। গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলে সূত্র মারফত খবর।

মাথাভাঙ্গা থানার পুলিশ আধিকারিকদের জেরায় যে তথ্য উঠে এসেছে যাচাই করা হবে সেটিও। শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর 6 জওয়ানকে তলব করে সিআইডি। ভোটের দিন ওই 6 জওয়ান ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন। 25 শে মে থেকে 2 জুন এর মধ্যে তাদের তলব করা হতে পারে।

এবারের নির্বাচনে লাইমলাইটে ছিল শীতলকুচি। কড়া নিরাপত্তার বেড়াজালেও রোখা সম্ভব হয়নি হিংসা। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের। তোলপাড় শুরু হয়ে যায় রাজ্য রাজনীতি।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য ১১ ই এপ্রিল আসতে চেয়ে ছিলেন মাথাভাঙ্গা। কিন্তু কমিশনের কিছু নিয়ম কানুনের জন্য ওই দিন তিনি আসতে পারেননি। পরবর্তী সময়ে মাথাভাঙ্গাতে এসে নিহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন। সেইসাথে আনন্দ বর্মনের মামা এবং দাদুর সাথে দেখা করেন এবং বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যু সংখ্যা ৪ হাজার পার

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের এই নিহত চারজন যুবকের পরিবারের একজন করে হোম গার্ডের চাকরি দেওয়া হবে। এই ঘোষণার পরেই নিহত আনন্দ বর্মনের মা বাসন্তী বর্মন, এবং দাদা গৌতম বর্মন কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়িতে যান।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানান। তারা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি গ্রহণ করবেন বলে জানান। পাশাপাশি দোষীদের শাস্তির দাবিও তারা তুলে ধরেন পার্থবাবুর কাছে।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শীতলকুচি কান্ডের জন্য বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে নেমে 2 অফিসার সহ কেন্দ্রীয় বাহিনী 6 জওয়ানকে তলব করা হয়।

করোনা পরিস্থিতিতে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়। আবেদন নাকচ করে সিআইডি। দুই সিআইএসএফ অফিসারসহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট