লাদাখে মোতায়েন অতিরিক্ত সেনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের উত্তপ্ত হয়েছে লাদাখের পরিস্থিতি। নিয়ন্ত্রণে আনতে তৎপর ভারতীয় সেনা। এমনটাই জানালেন সেনা প্রধান মুকুন্দ নারাভানে। এমনকি অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় সেনাপ্রধান জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি নিজে গিয়ে গোটা এলাকা পরিদর্শন করেছেন।

সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন যে কোনও পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনা এই মুহুর্তে তৈরি। এই সময় সেনাদের মনোবল তুঙ্গে রয়েছে।

গত কয়েকদিন ধরে লাদাখ সীমান্তে যে গরমাগরম পরিস্থিতি তৈরি হয়েছিল তার উত্তাপ খানিকটা বেড়েছে। তবে যে কোনও রকম পরস্থিতি মোকাবিলার জন্য ভারতীয় সেনা প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান মুকুন্দ নারাভানে।

পরিস্থিতি কোনওভাবেই হাতের বাইরে না যায় সেজন্য অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-assembly-will-convene-on-september-9-and-10-in-compliance-with-the-health-rules/

চলতি বছরের মে মাস থেকেই পুর্ব লাদাখের একাধিক অংশে চিনা ফৌজের নজরদারি চোখে পড়ে ভারতীয় সেনার। ১৫ জুন দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷

একাধিকবার সেনা পর্যায় এবং কূটনৈতিক বৈঠকের পরেও সেনা সরাতে রাজি হয়নি চিন। সোমবার প্যাংগং লেকের দক্ষিণ অংশে কব্জা করার চেষ্টা চালায় লাল ফৌজ। কিন্তু চিনের পরিকল্পনায় জল ঢেলে দেয় ভারতীয় সেনা।

বর্তমানে চুসুল সেক্টরের রেকিন অয়াস এবং স্পাংগুর গ্যাপ ভারতীয় সেনার দখলে রয়েছে৷

এই ঘটনার কিছুদিন পরেই চিনের ১১৮ টি মোবাইল এপ নিষিদ্ধ ঘোষণা করে ভারত। শুক্রবার সেনাপ্রধানের মন্তব্যে স্পষ্ট হয় এবার শুধুমাত্র রক্ষণাত্মক ভূমিকায় নয় বরং আক্রমণাত্মক ভূমিকায় জবাব দিতে চায় ভারত।

সম্পর্কিত পোস্ট