ছ’ বছর পর প্রধানমন্ত্রীর মনে পড়লো বাংলার চট শিল্পের কথা! ধন্যবাদঃ সোমেন মিত্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রের বিজেপি সরকারের ছয় বছর অতিক্রান্ত হয়েছে। এই ছয় বছরে একবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবাংলার পাট শিল্প নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি।
এই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েও যদি পাট চাষীদের কথা প্রধানমন্ত্রী ভাবেন তাহলেও তাঁকে ধন্যবাদ দেব। বৃহস্পতিবার ঠিক এমনভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস নেতা সোমেন মিত্র।
তাঁর কথায়, যদি সত্যিই তিনি বাংলার মৃতপ্রায় চটশিল্পের পুনরুজ্জীবন চান তবে সর্বাগ্রে শ্রমিক-সমস্যা মিটিয়ে পশ্চিমবঙ্গের বন্ধ চটকল গুলো খোলার ব্যবস্থা করতে হবে ।দ্বিতীয়ত সরকারি উদ্যোগে পাট-চাষিদের উৎসাহ ভাতা প্রদান করে প্রায় বন্ধ হওয়া পাটচাষে গুরুত্ব দিতে হবে।
যদি এগুলো প্রধানমন্ত্রী না করেন, তবে তাঁর বক্তব্য স্রেফ নির্বাচনী প্রচার হয়েই থেমে থাকবে; বাংলার আদেও কোনো উপকার তাতে হবে না।
এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশে বেশ কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। সেগুলি হল-
★যে সব বৃহৎ এবং প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী সিনথেটিক ব্যাগ তৈরী করেন তাঁদের ব্যবসাকে নিয়ন্ত্রণ করে পাটের ব্যাগ ব্যবহারের কেন্দ্রীয় আইন আনতে পারবেন তো ?
★বাংলাদেশ থেকে যেভাবে অবাধে এবং কমদামে পাট আসে সেটা বন্ধ করতে পারবেন তো ?
★বাংলার যে জুট মিলের মালিকরা আপনার এক সাংসদের ছত্র ছায়ায় শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা লুট করে মিল বন্ধ করে দিয়েছে, সেই সব মিলে আবার কাজ চালু করাতে পারবেন তো ?
★বাংলার কৃষকরা এমনিতেই পাট চাষ থেকে দূরে থাকছেন; এখানে পাট চাষ প্রায় বন্ধ হয়ে গেছে। পাটচাষীদের উৎসাহ ভাতা এবং পাট উৎপাদনের দ্বিগুণ MSP দেবেন তো ?
এই কাজগুলো আগে করুন না হলে আপনার আগের ভাষণের মত আরও একটি জুমলা সংযোজিত হবে।