ফুটবল মাঠে যা ‘স্লেজিং’, রাজনীতির ময়দানে সেটাই অপশব্দ, বর্ণবিদ্বেষ এটা প্রসূন কি জানেন না

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রিকেট, ফুটবল মাঠে প্রতিপক্ষকে ‘স্লেজিং’ করা একটা পরিচিত ঘটনা। তা যে খুব ভাল বিষয় এমন নয়। বরং হামেশাই শোনা যায় বর্ণবিদ্বেষী মন্তব্য করে স্লেজিং করা হয়েছে। তা নিয়ে নিয়ামক সংস্থাগুলো কঠোর পদক্ষপ‌ও করে।

তবু খেলার ময়দানে স্লেজিং আজ পার্ট অফ গেমে পরিণত হয়েছে। কিন্তু রাজনীতির ময়দানে এক‌ই কৌশল প্রয়োগ করলে ফাউল করে বসার সম্ভাবনা অতি প্রবল। এই যেমন ফাউল করে হলুদ কার্ড দেখলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।

বিখ্যাত ভারতীয় ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ার সাংসদ। টানা তিনবার তিনি জিতেছেন। কিন্তু রাজনীতির মাঠের সঙ্গে এখন‌ও বোধহয় সরগর হয়ে উঠতে পারেননি। তা না হলে কেউ বলে, “শুভেন্দুর জন্য দুঃখ হয়। আগে দেখতে ভাল ছিল, কিন্তু এখন হনুমানের মতো হয়ে গিয়েছে!” শুধু তাই নয়, এরপর বলেন, “প্রণাম করার পর আবার একটু ভাল দেখাচ্ছে!” বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে বিরোধী দলনেতার পরিণামের দিকে ইঙ্গিত করেছেন তিনি।

‘বিরোধী জোট কী?’ কেজরিওয়ালের বক্তব্যের উদ্দেশ্য নিয়ে জল্পনা

প্রসূনের এই মন্তব্য শুধু বর্ণবিদ্বেষীই নয়, অত্যন্ত অপমানজনক‌ও বটে। রাজনীতির ময়দানে নীতি, কাজ, কর্মসূচি নিয়ে সমালোচনা হবে। কিন্তু কে কেমন দেখতে তা নিয়ে মন্তব্যের এই ধারা অত্যন্ত অনভিপ্রেত। এর আগে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি স্বয়ং রাষ্ট্রপতির রূপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার সেই জুতোয় পা গলালেন প্রসূন। এই ধরনের মন্তব্যগুলো প্রমাণ করছে বাংলার রাজনীতি এক অন্ধকূপের দিকে এগিয়ে চলেছে।

সম্পর্কিত পোস্ট