আর নয় পুঁথিগত পঠনপাঠন, আপন মনে চলতে দাও ওদের
স্মার্ট দুনিয়ায় যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে পঠনপাঠন শুধু বই কেন্দ্রিক হলেই হবে না। সঙ্গে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করতে হবে।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বর্তমান সময়ে বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের দাপটে সরকারি প্রাথমিক স্কুলগুলিতে ক্রমশ কমে আসছে ছাত্রছাত্রীর সংখ্যা।
স্মার্ট দুনিয়ায় যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে পঠনপাঠন শুধু বই কেন্দ্রিক হলেই হবে না। সঙ্গে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করতে হবে।
এবার সেই পথেই এগোচ্ছে পূর্ব মেদিনীপুরের স্কুল গুলি। পড়াশোনার পাশাপাশি খেলাধূলা ও বিনোদনের মধ্যদিয়ে স্কুল সেজে উঠেছে। এমনি এক দৃশ্য ধরা পড়লো হলদিয়ার সুতাহাটার কিসমৎ শিবরামনগর ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে।
স্কুলটি ১৯৪২ সালে স্বাধীনতা লাভের সময় গড়ে উঠেছিল। প্রথমে স্কুলে ছাত্রের সংখ্যা কম ছিল। গত কয়েক বছর আগেও স্কুলে ছাত্রের সংখ্যা ৫০-৬০ এর মধ্যে সীমাবদ্ধ ছিল।
আরও পড়ুনঃ সপ্তাহজুড়ে বাতিল একগুচ্ছ ট্রেন, জেনে নিন একনজরে
কিন্তু সময়ে সঙ্গে সঙ্গে স্কুলের আমুল পরিবর্তন ঘটায় এখন ছাত্রের সংখ্যা ১২০ জন। স্কুলের তিনশ মিটার দূরে রয়েছে একটি ইংলিশ মিডিয়াম স্কুল।
স্কুলের শিক্ষকদের সেখানে গড়ে উঠেছে জন্য ঝাঁ চকচকে স্কুল, খেলার মাঠ, খেলার সরঞ্জাম, বিনোদনের যাবতীয় জিনিসপত্র। ফলে পঠনপাঠনের জন্য হলদিয়ার সুতাহাটার কিসমৎ শিবরামনগর ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা ক্রমেই বাড়ছে।
সুন্দর পরিবেশ ও যত্ন সহকারে পঠনপাঠনের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল ছেড়ে সকলে সরকারি স্কুলে ভর্তি হচ্ছে। এর ফলে যেমন খুশি স্কুলের শিক্ষক- শিক্ষিকারা তেমনি স্কুলের শিক্ষকদের এই উদ্যোগ দেখে খুশি জেলাশাসক পার্থ ঘোষ-ও।
যে সমস্ত স্কুলের শিক্ষকরা উদ্যোগ নিয়ে স্কুলকে সুন্দরভাবে সাজিয়ে তোলার কাজ করবে তাদের পাশে থাকবে জেলা প্রশাসন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন জেলাশাসক পার্থ ঘোষ।
স্কুলের মধ্যে খেলাধূলার সরঞ্জাম থেকে বিনোদনের নানা সরঞ্জাম পেয়ে খুশি ছাত্রছাত্রীরা।
রাজ্য সরকারের শিক্ষা দফতরও চাইছে, শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধূলা, বিনোদনের মাধ্যমে যাতে ছাত্রছাত্রীরা সুশিক্ষায় শিক্ষিত হয় সেদিকে নজর দিতে হবে।