Smoke attack in Parliament : সংসদে স্মোক অ্যাটাক – অমিত শাহের পদত্যাগ দাবি তৃণমূলের

সংসদে স্মোক অ্যাটাক

The Quiry : Smoke attack in Parliament অত্যন্ত হাই সিকিউরিটি জোন – সংসদের ভিতরে দর্শকাসন থেকে লাফানো দুই যুবক , এরপর স্মোক অ্যাটাক – নিরাপত্তার গাফিলতি , সংসদে স্মোক অ্যাটাক – কেন্দ্রীয় সরকারকে নিশানা করে অমিত শাহের পদত্যাগ দাবি তৃণমূলের। সংসদ ভবনে হওয়া স্মোক অ্যাটাকের জেরে একযোগে সুর চড়িয়েছে দেশের সবকটি বিরোধী রাজনৈতিক দল। সংসদের উভয় কক্ষেই এই বিষয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড পর্যন্ত হয়েছেন বেশ কিছু বিরোধী সাংসদ।

নয়া সংসদ ভবন উদ্বোধনের পর নিরাপত্তার এত বড় খামতি সামনে আসায় প্রশ্ন তোলা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়েও। স্বরাষ্ট্র দফতরের অধীনে থাকা নিরাপত্তা বাহিনীর গাফিলতিতে এই ঘটনা ঘটায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এখনই পদক্ষেপ নিতে হবে বলে দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী ডঃ শশী পাঁজা। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন তিনি।

আরও খবর- Bollywood : দীপিকা নিজেকে দুশ্চিন্তা মুক্ত করতে কী করেন ? উত্তর দিলেন বলিউডের ‘দিপু’

Smoke attack in Parliament : সংসদে স্মোক অ্যাটাক – অমিত শাহের পদত্যাগ দাবি তৃণমূলের

আন্তর্জাতিক মহলে ভারতীয় সংসদ ভবনে হামলার খবর আদতে দেশের মুখ পোড়াচ্ছে বলেই দাবি করেন শশী পাঁজা। তৃণমূলের তরফেও স্পষ্ট দাবি জানানো হয়েছে , বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে বহিষ্কার করতে হবে সংসদ থেকে। তাদের যুক্তি জাতীয় নিরাপত্তার স্বার্থ দেখিয়েই মহুয়া মৈত্রকেও বহিষ্কার করা হয়েছিল সংসদ থেকে। তাহলে যার দেওয়া পাস ব্যবহার করে সংসদে এই ঘটনা ঘটালেন কয়েকজন , তাতে তাঁর বহিষ্কার করা উচিত।

সম্পর্কিত পোস্ট