সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিক পাশের কটাক্ষ বন্ধের আবেদন মনোবিজ্ঞানীদের

বিপদের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা

দ্য কোয়ারি ডেস্ক:  রকরোনা সংকটের জেরে ঝাঁকে ঝাঁকে পাশ মাধ্যমিক উত্তীর্ণদের এই পাশ সার্টিফিকেট নিয়ে কটাক্ষ তামাশা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই কটাক্ষ পড়য়াদের মনে মারাত্মক প্রভাব ফেলবে বলেই তীব্র আশঙ্কা মনোবিজ্ঞানীদের। অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই আশঙ্কার কথা।

সমকালীন সময়ে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ুয়াদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আত্মঘাতী হওয়ার প্রবনতা বেড়েই চলেছে। মনোবিজ্ঞানীদের আশঙ্কা এমন স্পর্শকাতর প্রজন্মের কাছে মাধ্যমিকে একশ শতাংশ পাশ নিয়ে ঠাট্টা তামাশা, কটাক্ষ বিরূপ প্রভাব ফেলবেই। তাঁদের আবেদন দ্রুত এমন কটাক্ষ বন্ধ করুন, না হলে বিপদের সম্ভাবনা থাকছেই।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা সংক্রমণের জেরে দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ের দরজা বন্ধ। ঘরে থাকতে থাকতে পড়ুয়াদের মনে চাপ পড়েছে প্রবল। অথচ সংকট পরিস্থিতিতে এখনই বিদ্যালয়ের দরজা খুলছে না। ফের করোনার ঢেউ আসছে বলেই আশঙ্কা থাকছে। এর ফলে কবে যে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তা অনিশ্চিত।

করোনা মহামারি সংকটে গৃহবন্দি জীবনে দেখা দিয়েছে বিভিন্ন মানসিক জটিলতা। সেই সঙ্গে জীবাণু সংক্রমণে মৃত্যুর আশঙ্কা মনের উপর প্রভাব ফেলেছে বেশি। এরপর যদি মাধ্যমিকের পাশ নিয়ে কটাক্ষের চাপ আসতে থাকে তাহলে হিতে বিপরীত হতে বেশিক্ষণ লাগবে না।

মনোবিজ্ঞানীদের দাওয়াই, পড়ুয়াদের সঙ্গে পরিস্থিতি খোলাখুলিভাবে আলোচনা করুন অভিভাবকরা। পরীক্ষার ফলাফল নিয়ে কটাক্ষ নিয়ে সতর্ক করুন। তবেই চাপ কাটবে। কারণ সোশ্যাল মিডিয়ায় পড়ুয়াদের উপস্থিতি বেশি।

করোনা সংক্রমণের কারণে এবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে পরীক্ষা হয়নি। স্কুলের পরীক্ষার ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট