ক্যান্সার যোদ্ধা সোমা চাকরি পেয়েছেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ‌ও জানিয়েছেন বিচারপতি, কিন্তু বাকিদের কী হবে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এস‌এসসি কেলেঙ্কারির ফলে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম যেমন সকলে জানে, তেমনই প্রচারের আলোয় উঠে এসেছেন ক্যান্সার যোদ্ধা সোমা দাস। শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসির দুর্নীতি ও অনিয়মের জেরে বীরভূমের এই মহিলার নাম মেধা তালিকায় থাকা সত্ত্বেও বছর চারেক আগে চাকরি পাননি।

এরই মাঝে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। তবু নিজের ন্যায্য অধিকার ফিরে পেতে লড়াইয়ের পথ ছাড়েননি। কলকাতার রাজপথে এসএসসি দুর্নীতির শিকার হওয়া বাকি ছেলে-মেয়েদের সঙ্গে তিনিও দিনের পর দিন আন্দোলন চালিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত তাঁর পরিস্থিতির কথা বিচার করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুপারিশ ও রাজ্য প্রশাসনের মানবিক ভূমিকায় চাকরি পেয়েছেন সোমা দাস।

গত শনিবার স্কুলে গিয়ে চাকরিতে যোগ‌ও দিয়েছেন সোমা। এরপর‌ই তাঁর প্রশাসনের মানবিক ভূমিকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই পরিস্থিতি বিবেচনা করে সোমা দাসকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার বিষয়টি অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে।

তৃণমূল ভবনে উত্তরীয় পরিয়ে বরণটা কী ‘কুমিরডাঙা’ খেলা ছিল? মুকুলকে নিয়ে বিমানের রায়ে গুলিয়ে যেতে বাধ্য যাবতীয় যুক্তি

কিন্তু বাকি বঞ্চিতদের কী হবে? এস‌এসসি কেলেঙ্কারিতে আদালতের ভূমিকা এখনও পর্যন্ত যথেষ্ট আশাব্যঞ্জক। তবে এখনও সম্পূর্ণ রায় বের হয়নি। সেই রায়ে কী থাকবে তার উপর সবটা নির্ভর করছে। চার বছর আগের বঞ্চিতদের, অর্থাৎ যাদের নাম মেধাতালিকায় ছিল, কিন্তু চাকরি পায়নি তাদের নিয়োগ করার সিদ্ধান্ত হবে? নাকি নতুন করে পরীক্ষা নেওয়া হবে?

এর ওপর অনেক কিছু নির্ভর করছে। কারণ যাদের নাম মেধাতালিকায় ছিল তাদের সরাসরি নিয়োগ করলে বিষয়টা একরকম হবে। দেরিতে হলেও তাঁরা ন্যায়বিচার পাবেন। কিন্তু ফের যদি নতুন করে পরীক্ষায় বসতে হয় তবে সব কিছু বদলে যেতে পারে। তাই সমা দাসের চাকরি পাওয়ার খবর এক ঝলক শীতল বাতাস হলেও বাকিদের নিয়ে অস্বস্তির গুমোট থেকেই গিয়েছে।

সম্পর্কিত পোস্ট