Breaking তালিবানদের হয়ে লড়তে বেশকিছু বাংলাদেশি উগ্র যুবক পলাতক: ঢাকা পুলিশ
বাংলাদেশে অন লাইনে ছড়িয়েছে তালিবানি আহ্বান
দ্য কোয়ারি ডেস্ক: গোপনে বাংলাদেশ থেকে কয়েকজন গিয়েছে আফগানিস্তানে। তারা তালিবান জঙ্গিদের সঙ্গে যোগ দেবে। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মহ. শফিকুল ইসলাম।
বাংলাদেশ পুলিশ আগেই জানিয়েছিল, অনলাইনে তালিবান আহ্বান ছড়িয়েছে। এতে বেশ কিছু উগ্র ধর্মাবলম্বীরা আকৃষ্ট হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের যে সব সংগঠনগুলি ইসলামের ভুল ব্যাখ্যা করে তাদের সমর্থকদের মধ্যে তালিবান প্রীতি রয়েছে। এমনটা আগেও হয়েছে।
শনিবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার মহ. শফিকুল ইসলাম সাংবাদিক সম্মেলনে জানান,
‘সাইবার ওয়ার্ল্ডে জঙ্গিরা এখন বেশ সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন মিডিয়া ব্যবহার করে রিক্রুট করছে, মানুষকে উদ্বুদ্ধ করছে।’
তিনি আরও জানান, বাংলাদেশ থেকে আফগানিস্তানে যাওয়ার সময় ভারত সীমান্তে কয়েকজনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষীরা। কয়েকজন ইতিমধ্যেই আফগানিস্তানে ঢুকেছে। বাংলাদেশ গোয়েন্দা বিভাগ তাদের পরিচয় তথ্য সংগ্রহ করছে।
বিবিসি জানাচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি ভয়াবহ। কান্দাহার দখল করেছে তালিবান। এটি সে দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নগর। রাজধানী কাবুলের পতন হতে পারে কয়েকদিনের মধ্যে। ১৯৯৬ সালের পর ফের আফগানিস্তানে তালিবান সরকার শুরু হওয়ার প্রবল সম্ভাবনা। প্রায় সব প্রদেশে আফগান সেনা পিছু হটছে।