পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেউ কেউ প্ররােচনা দিচ্ছেন : মুখ্যমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পরিযায়ী শ্রমিক নিয়ে বুধবার বিজেপিকে কয়েক যােজন ‘ ব্যাকফুট ঠেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বুধবার সকালে টুইট করে ‘ পিএমকেয়ারস ’ ফান্ড থেকে পরিযায়ী শ্রমিকদের ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়েছিলেন। আর বিকালে নবান্নের সভাঘরে সাংবাদিক সম্মেলনে রাজ্যে কত পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে ফিরেছেন এবং আগামী ১০ তারিখের মধ্যে ফিরবেন, তার বিস্তারিত হিসাব দিয়েছেন তিনি।

একই সঙ্গে নাম না করে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে কেন্দ্র আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একসঙ্গে বিঁধলেন তিনি। বলেছেন , যারা পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ভাড়া নিয়েছে , তাদের মুখে বড়বড় ভাষণ মানায় না । যদি লকডাউন ঘােষণার আগে পরিকল্পনা করে পরিযায়ী শ্রমিকদের ফেরানাের বন্দোবস্থ করত কেন্দ্র, তা হলে ওদের এত দুর্ভোগে তাঁদের পড়তে হতাে না।

গত কয়েকদিন ধরেই পরিযায়ী শ্রমিক নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযােগ তুলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বঙ্গ বিজেপির নেতারা।

এদিন সেই অভিযােগের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেউ কেউ প্ররােচনা দিচ্ছেন । বলা হচ্ছে আমরা নাকি , পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ঢুকতে দিচ্ছি না । যদি ঢুকতে দিতাম তাহলে সাড়ে দশ লক্ষ শ্রমিক কীভাবে আসছে রাজ্যে ?

তার পরেই পরিযায়ী শ্রমিকদের রাজ্যে আসার হিসাব তুলে ধরে তিনি বলেন , ইতিমধ্যে ট্রেনে করে আড়াই লাখ পরিযায়ী রাজ্যে ফিরেছেন । বাসে এবং অন্য পরিবহণে চেপে ৬ লাখের মতাে শ্রমিক ফিরেছেন । আগামী ১০ জুনের মধ্যে ট্রেনে আরও দুই লক্ষ শ্রমিক ফিরছেন । পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের খরচের হিসাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

তাঁর কথায় , ‘ ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আমরা ৪০ কোটি টাকা খরচ করেছি । তার মধ্যে ট্রেন ভাড়াই দিয়েছি ২৫ কোটি টাকা আর বাস বাবদ খরচ হয়েছে ১৫ কোটি টাকা । ভিন রাজ্যে লকডাউনে আটকে পড়া শ্রমিকদের যাতে কোনও অসুবিধা না হয় , তার জন্য ৪৫ লাখ ৭০ হাজার শ্রমিককে ‘ স্নেহের পরশ ’ প্রকল্পে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য করেছি । তাছাড়া আরও ১ লাখ ৬০ হাজার ৮০৮ জন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিককে ‘ প্রচেষ্টা প্রকল্পে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে । তিন মাস ধরে রাজ্য সরকারের রাজস্ব আয় বন্ধ হয়ে রয়েছে তবুও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানাের চেষ্টা চালিয়েছি । ”

পরিযায়ী শ্রমিকদের জন্য খাদ্য , কোয়ারেন্টাইন সহ নানা ব্যবস্থাও করা হয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন , “ কেউকেউ শ্রমিকদের উসকে দেওয়ার চেষ্টা করছেন । যারা শ্রমিকদের উসকানাের চেষ্টা করছেন , তারাই গরিব মানুষদের কাছ থেকে রেলের ভাড়া নিচ্ছিলেন । আমরা এক পয়সা ভাড়া নিইনি । যদি লকডাউনের আগে পরিকল্পনা করে শ্রমিকদের ফেরানাে হত , তাহলে এত দুর্ভোগে পড়তে হত না ।

সম্পর্কিত পোস্ট