সোমবার থেকে পূর্ব রেলের তরফে চালু হচ্ছে বিশেষ কিছু ট্রেন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  সোমবার থেকে পূর্বরেলের তরফে বিশেষ কয়েকটি ট্রেন চালু করা হচ্ছে। রেল সূত্রে খবর, হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশন থেকে এই ট্রেন গুলি রওনা দেবে গন্তব্যের উদ্দেশে।

আগের সময়সূচি অনুযায়ী যোধপুর, দিল্লি, যশবন্তপুর ও উত্তরবঙ্গ সহ ৮টি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে।

তবে এই সব ট্রেনের যাত্রীদের বেশ কিছু নিয়ম মেনে চলা বাধ্যতামূলক বলে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত কলেজ- বিশ্ববিদ্যালয়ঃ শিক্ষামন্ত্রী

পূর্বরেলের নির্দেশিকাঃ

  • ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে যাত্রীদের স্টেশনে পৌঁছাতে হবে।
  • টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না৷
  • প্রত্যেক যাত্রীকে স্যানিটাইজড করার পাশাপাশি থার্মাল স্ক্রিনিংও করা হবে।
  • যাত্রীদের মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে।
  • ট্রেনে আগের মতোই খাবারের ব্যবস্থা থাকবে৷
  • শিশুদের জন্য দুধের ব্যবস্থাও থাকবে।
  • সব খাবারের প্যাকেট আগে গরম জলে ডুবিয়ে নিতে হবে।
  • এই বিশেষ ট্রেনগুলি যেসব প্ল্যাটফর্মে দাঁড়াবে সেখানেও স্টল খোলা থাকবে।
  • ওই স্টলে প্যাকেট করা খাবার ও জল পাওয়া যাবে৷

সম্পর্কিত পোস্ট