সোমেন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল বিধানভবন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভালো আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শুক্রবার তিনি নিজে হাতে খাবার খেয়েছেন।
২-৩ দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ক্রিয়েটিনিনের মাত্র বেড়ে যাওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অসুস্থ হয়ে পড়েন।
তার পরেই বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয় তাঁকে। বুধবার তাঁর ডায়ালিসিস করা হয়।শরীরের অতিরিক্ত জল বের করে দেওয়া হয়েছে।
প্রায় দেড় লিটারের মত জল বেরিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ডায়ালিসিস হওয়ায় শরীরে এখনও দুর্বলতা আছে বলে জানা গিয়েছে।
প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সোমেনবাবুর হৃদযন্ত্র বসানোর কথা রয়েছে। যদি তা বসানো হয় তাহলে আরও কটাদিন তিনি হাসপাতালে ভর্তি থাকবেন।
উল্লেখ্য,দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছেন সোমেন মিত্র। সাধারণত দিল্লি এইমসে চিকিৎসা করানো হয় তাঁর।
লকডাউন সফল করাতে আইনভঙ্গকারীদের বেধড়ক লাঠিচার্জ মালদায়
বেশকিছুদিন ধরেই তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রথম পর্যায়ে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু হাসপাতাল সূত্রের খবর তাঁর জ্বর কমছেনা সঙ্গে বাড়ছে শ্বাসকষ্ট তাই আবারও তাঁর কোভিড টেস্ট করা হবে।
উল্লেখ্য জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে ভর্তি হন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। গত শুক্রবার শ্বাসকষ্ট এবং হালকা জ্বর নিয়ে পারিবারিক চিকিৎসকের পরামর্শে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সোমেন বাবুকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সূত্রের খবর গত সোমবার রাতে তাঁর অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করা হয়। জানা যাচ্ছে রক্তে ক্রিয়েটিনিনের পরিমান বেড়ে গিয়েছে তাঁর।