চরমে অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, মমতাকে চিঠি সোনালী গুহের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূলের ডাকাবুকো নেত্রী বলে ছিলেন পরিচিত। সাতগাছিয়া থেকে চারবার বিধায়ক সোনালী গুহ, মমতা বন্দোপাধ্যায়ের স্নেহধন্য বলেই পরিচিত ছিলেন। শুধুমাত্র স্নেহধন্য বললে ভুল হবে, তৃণমূল সুপ্রিমোর ছায়াসঙ্গী ছিলেন তিনি। কিন্তু ২১ এর নির্বাচনে টিকিট না পেয়ে দল ছাড়লেন। যোগ দিলেন বিজেপিতে। আবার নির্বাচন কাটতেই দল ছাড়া নিয়ে দুঃখপ্রকাশ করলেন বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার। খোলা চিঠি দিলেন মমতা বন্দোপাধ্যায়কে৷
২১ এর নির্বাচনের প্রাক মুহুর্তে শিবির বদল করেছেন বহু নেতা। তার মধ্যে যাকে নিয়ে সবচেয়ে বেশী আলোচনা হয়েছে তিনি ছিলেন সোনালী গুহ। দল টিকিট না দেওয়ায় কেঁদে ফেলেছিলেন তিনি। মমতা বন্দোপাধ্যায় তাঁকে একটিবারের জন্যও ফোন করে এখবর জানাননি বলে জানিয়েছিলেন সোনালী গুহ। আর এখন সেই ‘মমতা দি’ কে উদ্দেশ্য করে আবেগপূর্ণ চিঠি লিখলেন তিনি।
তিনি লেখেন, আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভূল সিদ্ধান্ত নিয়েছিলাম৷ সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ জল ছাড়া বাঁচে না, আমি আপনাকে ছাড়া বাঁচবোনা। আমি ক্ষমাপ্রার্থী, আমাকে ক্ষমা করে দিন। বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন৷
তৃণমূলের একসময়ের নেত্রী এখন বিজেপিতে। চলতি বছরে মার্চ মাসে শুভেন্দু অধিকারী সহ একাধিক হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে যোগ। এই দলবদলের সিদ্ধান্ত চরম ভুল বলে মনে করছেন তিনি। এমনকি এবিষয়ে বিজেপি নেতৃত্বকে জানানোর প্রয়োজন মনে করছেন না সোনালী।
যদিও দলের টিকিট না পেয়ে সেবার সোনালী গুহকে বলতে শোনা গিয়েছিল, দীর্ঘদিন একসঙ্গে থাকার দাম দিলেন মমতা দি। মমতা দির বাড়ির লোক ছিলাম। একবার ফোন করে বলতে পারতেন। সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন। আবার মে মাসেই ভুল মোহভঙ্গ হল। আবার তৃণমূলে ফিরতে চেয়ে চিঠি দিলেন।