আজই বিজেপিতে যোগ সৌমেন্দু অধিকারীর, ঘোষণা দাদা শুভেন্দুর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ কাঁথিতে শুভেন্দু অধিকারীর সভায় বিজেপিতে যোগ দিতে চলেছেন ভাই সৌমেন্দু অধিকারী। আজ সোনাচূড়ায় একটি জনসভায় যোগ দিয়ে একথা ঘোষণা করলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর একটি ধর্মীয় র্যালিতে যোগ দিতে আসা মানুষের ওপর ভুতার মোড়ে তৃণমূলের সমর্থকেরা আক্রমণ করে বলে অভিযোগ তোলে বিজেপি। অভিযোগ দুটি বাস ভাঙচুর করা হয়।
প্রায় ১৩৫ জন আহত হয় এই ঘটনায়। দাবি বিজেপির। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও করা হয়। পরেরদিন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম হাসপাতাল সহ তমলুক জেলা হাসপাতালে ভর্তি আহতদের দেখতে যান।
এরপর বিজেপি কর্মী সমর্থকরা নন্দীগ্রামের সোনাচূড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পাল্টা নন্দীগ্রামের ভুতার মোড়ে তৃণমূল কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে।
আজ নতুন বছরের প্রথম দিনে নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। এদিন সভাতেই সৌমেন্দুর বিজেপি যোগের জল্পনা স্পষ্ট করলেন দাদা শুভেন্দু। পাশাপাশি শুভেন্দু এদিন বলেন কাঁথি থেকে ঝেঁটিয়ে তৃণমূলকে বিদায় জানানো হবে ২১ এর নির্বাচনে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-do-not-wants-municipal-election-before-assembly-election-says-left-leader-ashoke-bhattachaerjee/
এদিন কাঁথিতে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী বলে ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গেছে। প্রথমটি নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রতিবাদ সভা করলেন। সেখানেই তিনি দাবি করেন, ‘তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের ভয় পাচ্ছে।’
সম্প্রতি কাঁথি পুরসভার প্রশাসক পথ থেকে অপসারণ করা হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে।
তৃণমূল সূত্রে জানানো হয়, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই অধিকারী পরিবারের সদস্যদের নিয়ে সন্দেহ তৈরি হয়েছে দলের অন্দরে। আর সেই সন্দেহ থেকেই সৌমেন্দু অধিকারীকে অপসারণ করা হলো পুরপ্রশাসকের পদ থেকে। তবে এদিন শুভেন্দুর ঘোষণাই সেই সন্দেহতেই মান্যতা দিল তা স্পষ্ট।
অন্যদিকে, সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি তোলা হয়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/dilip-calls-amartya-sen-a-land-thief/
সেখানে সৌমেন্দুর আইনজীবীরা জানান, কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দু অধিকারীকে অপসারণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রনোদিত। আগামী ৪ জানুয়ারি আদালতে মামলার শুনানি চলবে বলে জানিয়েছেন সৌমেন্দ্যুর আইনজীবীরা।
সব মিলিয়ে এই মূহুর্তে কাঁথি সহ তামাম পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ বাড়ছে তা স্পষ্ট।