সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, সাড়া দিচ্ছেন না চিকিৎসায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ফের অষ্টমীর দিন থেকে শারীরির অবস্থার অবনতি দেখা দিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়্যর। কলকাতার এক বেসরকারী হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, সৌমিত্র বাব‍ুর শারীরিক অবস্থা অবনতির দিকে। চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছে না। অঙ্গপ্রত্যঙ্গ কাজ করলেও তাঁর প্লেটলেটের সংখ্যা নিম্নম‍ুখি। এছাড়াও রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বেড়েছে।

তিনি আর‍্ও জানান, এহেন পরিস্থিতে চিকিৎসকরা ‘কিছু কঠোর সিদ্ধান্ত’ নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন।৭২ ঘণ্টা আগে যেমন ছিল, তার থেকে সৌমিত্রবাবুর চেতনা কিছুটা কম আছে। তাঁর শারীরিক অবস্থা কোনদিকে যাচ্ছে, সে বিষয়ে নিশ্চিত নই। আমরা বিভিন্ন টেস্টের রিপোর্ট পেয়েছি। তা থেকে আমাদের অনুমান যে কোভিড এনসেফেলোপ্যাথি বাড়ছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/discipline-disappears-on-the-nabami-kolkta-croud-in-covid-situation/

কয়েকদিন ধরেই এনসেফেলোপ্যাথি নিয়ে দুশ্চিন্তায় আছেন চিকিৎসকরা। ইমিউনোগ্লোবিন এবং স্টেরয়েড দিয়ে একটা সময় সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। অরিন্দমবাবু বলেন, ‘স্টেরয়েড ও অন্যান্য চেষ্টা সত্ত্বেও উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না।’

গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন সৌমিত্রবাব‍ু।কয়েক দিন প‍ূর্বে তাঁর শারীরিক অবস্থার কিছ‍ুটা উন্নতি লক্ষ্য করা গেলেও গত শনিবার ফের শারীরিক অবস্থার অবনতি দেখা দেয় । গত সপ্তাহে তাঁর করোনাভাইরাস রিপোর্টও নেগেটিভ আসে। তবে তাঁর স্নায়বিক অবস্থা নিয়ে উত্‍কণ্ঠা ছিল।

সম্পর্কিত পোস্ট