যুব মোর্চার পদ থেকে ইস্তফা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ   সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যুব মোর্চার পদ থেকে অব্যাহতি নিলেন সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের সংসদ জানিয়েছেন তিনি বিজেপিতেই থাকছেন। তবে যুব মোর্চার সভাপতি হিসেবে তিনি আর কোনো দায়িত্বে থাকছেন না।

বিজেপি সূত্রে খবর সৌমিত্র খাঁ, এখনই কোন চিঠি বিজেপি রাজ্য সভাপতির কাছে পাঠাননি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি এই সংক্রান্ত খবর জানিয়েছেন। সৌমিত্রর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে বৃহস্পতিবার তিনি চিঠি তিনি পাঠাতে পারেন রাজ্য সভাপতির কাছে।

রাজনৈতিক মহলের মতে বাংলা থেকে এবারে মোদির ক্যাবিনেটে স্থান পেতে পারেন শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামানিক। যত সময় গড়াচ্ছে ততোই জোর হচ্ছে জল্পনা। মন্ত্রীত্বের দৌড়ে প্রথমে সৌমিত্রের নাম থাকলেও পরে আস্তে আস্তে তালিকা থেকে সেই নাম বাদ হয়ে যায়। তাতেই অসন্তোষ প্রকাশ করে যুব মোর্চার পদ ছাড়তে চলেছেন সৌমিত্র।

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন “আমরা রাস্তায় থেকে কাজ করি তাই মন্ত্রী হবার দরকার পড়ে না। “

সম্পর্কিত পোস্ট