তৃণমূলে যোগ দিচ্ছেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল খাঁ। এদিন তৃণমূল ভবনে এসে তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি। এদিন তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে দলের জন্য রক্ত ঝড়াতে হয়েছে সেই দল সম্মান দেয়নি তাই তৃণমূলের যোগ দিলেন তিনি।
যে দলের জন্য ঘাম দিয়েছি, রক্ত দিয়েছি সেই দল থেকে যোগ্য সম্মান পাইনি। বিজেপিতে সম্মান মর্যাদা নেই জানালেন সুজাতা খাঁ। প্রিয় নেত্রীর হয় কাজ করতে চাই জানালেন তিনি।
তবে কি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে পারেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ? যদিও সেই বিষয়ে এড়িয়ে গিয়ে সুজাতা মন্ডল খাঁ বলেন, যেদিন তাঁর শুভবুদ্ধি হবে, সেদিন তৃণমূলে যোগ দেবেন তিনি।
১৯ এর লোকসভা নির্বাচনে মামলা থাকার কারণে নিজের স্বামী সৌমিত্র খাঁ অনুপস্থিতিতে দলের হয়ে প্রচার করেন সুজাতা। বিষ্ণুপুর কেন্দ্রের সৌমিত্র খাঁয়ের জয়ের পিছনে সুজাতার অবদান ছিল অনস্বীকার্য। সেই সুজাতাকেই দলে এনে বাজিমাত করতে চাইছে তৃণমূল। এমনটাই সূত্রের খবর।
শনিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে বিজেপিতে যোগদান করেন একাধিক দলের নেতৃত্ব। এর ফলেই আদি এবং নব্যের বিরোধ জেলায় জেলায় ছড়িয়ে পড়ে। কার্যত তারই ফল হিসাবে তৃণমূলে যোগদান করছেন সুজাতা খাঁ। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
পাশাপাশি রাজনৈতিক মহলের মতে, বেশ কয়েকদিন ধরে সুজাতার সঙ্গে তাঁর স্বামী সৌমিত্র খাঁ -এর রাজনৈতিক দুরত্ব বেড়েই চলেছিল। পরে শুভেন্দু অধিকারী বিজেপিতে গেলে তা ভালোভাবে নেননি সুজাতা মন্ডল খাঁ।