করোনায় আক্রান্ত সৌমিত্র কন্যা পৌলমী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনায় আক্রান্ত সৌমিত্র কন্যা পৌলমী বসু। তবে হাসপাতালে ভরতি হতে হয়নি তাঁকে। আপাতত বাড়িতেই চিকিত্সাণধীন রয়েছেন তিনি।
জানা গিয়েছে, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন সৌমিত্র-কন্যা। এর ফলে কিছুটা শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে তাঁর। এছাড়া শরীরে দুর্বলতাও রয়েছে। তবে হাসপাতালে ভরতি হননি। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত বাড়িতে থেকেই ওষুধ খাচ্ছেন।
এর আগে গতবছর ৬ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভরতি হয়েছিলেন পৌলমীর বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়। ৪০ দিনেরও বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিংবদন্তি অভিনেতা।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/appointment-as-per-the-directions-of-the-high-court-the-message-about-opening-schools-and-colleges-is-different/
পরবর্তীতে প্লাজমা থেরাপির পর তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই ফের তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। চিকিৎসকদের জানান, সৌমিত্রের শরীরে সমস্যার প্রধান কারণ কোভিড এনসেফ্যালোপ্যাথি। তাঁর চেতনার মাত্রা ক্রমশ কমতে থাকে।
এই সময় বাবার পাশে থেকে তাঁকে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছিলেন পৌলমী বসু। পাশাপাশি বাড়িতে অসুস্থ মা ও ছেলের খেয়ালও রাখতে হয় তাঁকে। যদিও শেষরক্ষা হয়নি।
১৫ নভেম্বর ১২.১৫ মিনিটে বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র ।এবার পৌলমী নিজেই আক্রান্ত হলেন মারণ করোনায়।