ভাল আছেন মহারাজ, দু-একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাঁকে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার ডক্টর দেবি শেঠির উপস্থিতিতে সৌরভের বুকে বসানো হয়েছে আরও দুটি স্টেন্ট। শুক্রবার সকালে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ভালো আছেন আগের থেকে অনেকটাই মহারাজ। নতুন করে আর কোন সমস্যা তৈরি হয়নি।
সবকিছু ঠিক থাকলে হয়তো আগামী দু-একদিনের মধ্যে তাকে ছেড়েও দেওয়া হবে। শুক্রবার সকালে জেনারেল বেডে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আজ সারাদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আজ সৌরভের ইউরিয়া-ক্রিয়েটিনিন, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা করা হবে। এছাড়াও দেখা হবে অন্যান্য প্যারামিটার।
আপাতত সৌরভ এর শারীরিক অবস্থা দেখে বাইপাস সার্জারির সম্ভাবনা বাতিল করে দিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর স্থিতিশীল রয়েছে সৌরভের শারীরিক অবস্থা।
নিয়ন্ত্রণের বাইরে দেশ, প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিতঃ মমতা
প্রসঙ্গত, চলতি বছরের ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রথম ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। উডল্যান্ড হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়ে। সেই সময় একটি স্টেন্ট বসানো হয়। এরপর বাড়িতে বেশ সুস্থই ছিলেন মহারাজ।
হঠাৎ করে বুধবার তাঁর শারীরিক অস্থিরতা বাড়লে তাঁকে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ব্লকেজ বাড়ছে বলে জানান চিকিৎসকেরা। দেবী শেঠির উপস্থিতিতে আরও দুটি স্টেন্ট বসানো হয়।
বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে দেখতে গিয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার যদি সৌরভ গঙ্গোপাধ্যায়কে না ছাড়া হয় হাসপাতালে তবে দিকে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর সৌরভকে দেখতে যাওয়া নিয়ে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “সৌরভ অসুস্থ। ওঁর বিশ্রামের প্রয়োজন রয়েছে। বারবার হাসপাতালে গিয়ে বিব্রত করার প্রয়োজন নেই। এটা ছবি তোলার জায়গা নয়। আমরা কেউ ডাক্তার নই। মুখ্যমন্ত্রীও ডাক্তার নন। আমিও চাইনা আমার পার্টির লোক গিয়ে সেখানে ভিড় জমাক। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন।”