বুধবার ছেড়ে দেওয়া হবে সৌরভকে, জানালো হাসপাতাল কর্তৃপক্ষ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার বিসিসিআই প্রেসিডেন্টকে দেখতে আসেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি। তিনি জানিয়েছেন, সৌরভের শরীরে সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। জটিল কিছুই হয়নি। তাঁকে ঠিক সময়ে আনা হয়েছিল। কিছুদিন পরে ম্যারাথনে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন তিনি। বুধবার সৌরভকে ছেড়ে দেওয়া হবে।
এদিন হাসপাতলের তরফে জানানো হয়েছে, রাতে ভালো ঘুমিয়েছেন সৌরভ। এই মুহূর্তে তাঁর শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। সকালে ব্রেকফাস্টের পর চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তিনি। এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন দেবী শেট্টি। রিপোর্ট খতয়ে দেখার পর মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেন তিনি। সঠিক সময়ে সৌরভের সঠিক চিকিৎসার জন্য মেডিকেল টিমকে ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক দেবী শেট্টি।
আরও পড়ুনঃ সৌরভের চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে মেডিকেল বোর্ড
তিনি আরও বলেন, সেরকম কোনও বড় সমস্যা সৌরভের হয়নি। একটা বয়সের পর সমস্ত মানুষের এই সমস্যা আসে। তাঁর হার্ট ব্লকেজ হয়েছে। হার্ট ড্যামেজ হয়নি। এখন সৌরভের হৃদপিন্ডের অবস্থা তাঁর ২০ বছর বয়সের হৃদপিন্ডের মতোই রয়েছে। এমনকি ভবিষ্যতেও এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি।
গত শনিবার তিনটি ব্লকেজের একটিতে স্টেন্ট বসানোর পর এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। তবে বাকি দুটি ব্লকেজ অ্যাঞ্জিওপ্লাস্টি নাও করা হতে পারে।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের চিকিৎসার জন্য গঠন করা মেডিকেল বোর্ড। রয়েছেন ডঃ সরোজ মন্ডল, ডঃ আফতাব খান, ডঃ এসবি রায়, ডঃ সপ্তর্ষি বসু, ডঃ ভবতোষ বিশ্বাস, ডঃ সৌতিক পান্ডা, ডঃ আশিস পাত্র, ডঃ মলয় কুমার, ডঃ মালতী পুরকাইত এবং ডঃ রুপালী বসু। এছাড়াও সৌরভকে দেখেছেন ডঃ রমাকান্ত পান্ডা, ডঃ দেবী শেট্টি।