বেহালা পূর্বে প্রার্থী না করায় ফের গোঁসা শোভন-বৈশাখীর, ছাড়লেন দল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন শোভন-বৈশাখী ৷ দলত্যাগের সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে ৷ বেহালা পূর্ব আসনে অভিনেত্রী পায়েল সরকারকে প্রার্থী করাতেই ফের শুরু হল কোন্দল ৷

ভোট মরশুমে আবারও শিরোনামে শোভন-বৈশাখী ৷ আবারও দলত্যাগের ৷ রবিবার বিকেল সাড়ে পাঁচটা ৷ হুইল চেয়ারে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে লম্বা মিছিল, বিজেপির ফের এক দফা প্রার্থীতালিকা ঘোষণার পর বাড়ছিল ছুটির দিনের চেনা আলসেমি ৷ আর ঠিক তখনই বোমা ফাটালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷

ফেসবুকে বন্ধু শোভন চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে লিখলেন আবেগঘন পোস্ট ৷ঘটনার সূত্রপাত অবশ্য এর বেশ খানিকটা আগেই হয়ে গিয়েছিল ৷ এদিন দুপুরে ফের একবার রাজ্য়ের প্রার্থীতালিকা ঘোষণা করে বিজেপি ৷ জল্পনা ছিল বেহালা পূর্বে প্রার্থী হতে পারেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ৷ আশায় ছিলেন শোভন নিজেও ৷

আশাবাদী ছিলেন তাঁর বান্ধবী বৈশাখীও ৷ কিন্তু প্রার্থীতালিকা ঘোষিত হতেই বোঝা গেল সে গুড়ে বালি ! বোঝা গেল, শোভনের পছন্দের আসনে তাঁর দল বিজেপির পছন্দ একেবারেই অন্য ৷ তাই অভিজ্ঞ রাজনীতিককে বাদ দিয়ে আনকোরা পায়েল সরকারকে প্রার্থী করেছে তারা।

বিজেপির এই পদক্ষেপ চমকে দিয়েছে অনেককেই ৷ কোন হিসাবের নিরিখে এমন সিদ্ধান্ত, তা নিয়েও শুরু হয়েছে কাটাছেঁড়া ৷ তবে বৈশাখী ওসবের ধার ধারেননি ৷ এমনিতেই পান থেকে চুন খসলেই গোঁসা হয় তাঁর ৷ আর তাঁর গোঁসা হওয়া মানে তো শোভনেরও মন খারাপ ৷

এহেন বৈশাখীই এদিন ফেসবুকে বিজেপির বিরুদ্ধে উগড়ে দেন ক্ষোভ ৷ তবে একবারের জন্যও দলের নাম লেখেননি তিনি ৷ তোলেননি প্রার্থীতালিকা ঘোষণার কথাও ৷ বদলে ঘুরিয়ে অথচ স্পষ্ট ভাষায় দেন বঞ্চনা ও ষড়যন্ত্রের ইঙ্গিত ৷

বন্ধু শোভনের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘‘তুমি চিরকাল আমার আইকন থাকবে ৷ আজকের এই অপমান আমাদের উদ্দীপনাকে ছুড়ে ফেলতে পারবে না ৷ আমরা লড়াই করব এবং জিতে ফিরব ৷ ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা বেশিদিন টেকে না ৷ বেহালা পূর্বের মানুষ তোমাকে ভালোবাসে ৷ আর এটাই তোমার সবথেকে বড় শক্তি ৷’’

বৈশাখীর এই পোস্ট প্রকাশ্যে আসতেই পদ্মবনে ফের একবার ঝড়ের আভাস পান রাজনীতির কারবারিরা ৷ যা সত্যি প্রমাণ হয় এর কিছুক্ষণের মধ্যেই ৷ জানা যায়, দলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে চেয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি পাঠিয়েছেন শোভন-বৈশাখী ৷ অন্তত এমনই দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷

সম্পর্কিত পোস্ট