জিতেন্দ্র নিয়ে ফের জল্পনা, ফেসবুকে জানালেন তৃণমূলেই আছি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেশ কয়েকদিন ধরেই আসানসোল পুর নিগমের প্রাক্তন প্রশাসক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে জল্পনা চলছে। তিনি বিজেপিতে যোগ দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।

সেই জিতেন্দ্রই তিনি সোমবার রাতে ফের তাঁকে নিয়ে জল্পনা ছড়াল। ওইদিন রাতে একই হোটেলে বিজেপি নেতারা এবং তৃণমূলের জিতেন্দ্র তেওয়ারিকে দেখা গেল । এদিন রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে বৈঠকের কথা ছিল বিজেপির শীর্ষ নেতৃত্বের। সেখানেই সপরিবারে দেখা যায় জিতেন্দ্র তিওয়ারিকে।

এরপরই শুরু হয়ে যায় জোর জল্পনা। এই প্রসঙ্গে বাবুল বলেন ‘ আমি যখন দলে রয়েছি, তখন আমরা সবাই পার্টির একনিষ্ঠ সৈনিক। আমরা যেখানে যা বলি সে সম্বন্ধে আমাদের নিজেদের মধ্যে আলোচনাও হয় । কোথাও কোনও বিতর্ক হলে পার্টিতে আলোচনা হতেও পারে । ‘

এদিকে রাত গড়াতেই আজ সকালে আবার বাবুল সুপ্রিয় ‘ র সঙ্গে কথা বললেন শিব প্রকাশ , অরবিন্দ মেননরা। কৈখালির একটি আবাসনে এই নিয়ে আলোচনাও হয়। সূত্রের খবর , জিতেন্দ্র কে নিয়েই কথা হয় বাবুলের সঙ্গে। বাবুলের মনের ভাব জানার চেষ্টা করেন বিজেপি নেতৃত্ব।

যদিও জিতেন্দ্রকে প্রশ্ন করা হলে তিনি জানান , কোনও রাজনীতি নয় , সেখানে বউ এবং মেয়েকে নিয়ে স্রেফ ডিনার সারতে গিয়েছিলেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/mamata-is-not-anti-industrial-but-she-is-not-pro-industry-by-depriving-farmers-of-their-rights/

মঙ্গলবার সকালে তিনি ফেসবুকে ও টুইটারের মাধ্যমে পরিষ্কার করে লিখেছেন, ‘একট অংশের লোকেরা আমাকে বিজেপির সঙ্গে যুক্ত করতে চেষ্টা করছেন। কিন্তু খবরটা পুরোপুরি মিথ্যা। আমি দিদির সঙ্গেই আছি, দিদির সঙ্গেই থাকব। ৪৮ ঘণ্টার মধ্যে আমি আমার ক্ষমতা নিয়ে ময়দানে নেমে দলের শক্তিবৃদ্ধির কাজ শুরু করব’।

১৭ ডিসেম্বর তিনি তাঁর ইস্তফা দেওয়ার পর তাঁর ছেড়ে যাওয়া দুটি পদে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি। এই পদে অন্য কেউ আসছেন না ফের জিতেন্দ্র তিওয়ারিকে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে কোনও সদুত্তর পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কোন নেতা এখনও দিচ্ছেন না।

জিতেন্দ্র নিয়ে মুখ খোলার জন্য সায়ন্তন বসু-সহ তিন বিজেপি নেতাকে সতর্ক করেছিল দল। সাম্প্রতিক এই বিতর্কের প্রেক্ষিতে অবশ্য বিজেপির কেউ মুখ খোলেননি।

সম্পর্কিত পোস্ট