মেরুদণ্ডহীন শব্দটিও আপনার জন্য প্রশংসার হবে, কেজরিওয়ালকে কটাক্ষ অনুরাগ কাশ্যপের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এর আগে একাধিকবার কেন্দ্রীয় সরকারের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে তিনি। একাধিক ইস্যুতে মোদি-শাহকে কটাক্ষ করতে পিছপা হননি তিনি। এবার প্রখ্যাত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের নিশানায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শুক্রবার কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহের মামলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন কেজরিওয়াল। এবিষয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলিউড পরিচালক-প্রযোজক প্রশ্ন করেন, “কত টাকায় নিজেকে বিক্রি করলেন কেজরিওয়াল ?”
আরও পড়ুনঃ সিএএ-আইএলপি ইস্যুতে দু’পক্ষের সংঘর্ষে শিলঙে হত এক, জারি অনির্দিষ্টকালীন কারফিউ, বাতিল ইন্টারনেট
শনিবার টুইটারে কেজরিওয়াল বলেন, “আপনাকে কি বলি বলুন তো। মেরুদণ্ডহীন শব্দটিও আপনার জন্য প্রশংসার হবে। আপনি কোথায় গেলেন? আপনার দল কোথায় গেল? নিজেকে কত টাকায় বিক্রি করলেন?”
Mahashay @ArvindKejriwal ji.. aap ko kya kahein .. spineless toh compliment hai .. aap to ho hi nahin .. AAP to hai hi nahin .. कितने में बिके ? https://t.co/nSTfmm0H8r
— Anurag Kashyap (@anuragkashyap72) February 28, 2020
দিল্লি নির্বাচনের আগে একাধিক ইস্যুতে একে অপরের বিরোধিতা করতে এক ইঞ্চি জমি ছাড়েনি বিজেপি এবং আম আদমি পার্টি। বিরোধিতার চরমে পৌঁছে কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী বলতে পিছপা হয়নি কেন্দ্রীয় মন্ত্রীসভার এক মন্ত্রী।
আরও পড়ুনঃ নতুন দিনের গন্ধে ম ম করছে গোটা বিশ্ব…
শুক্রবার কেজরিওয়াল সরকারের ঘোষণার পর তাঁকে কটাক্ষ করে টুইট করেন কানহাইয়া কুমার। তিনি বলেন দেশদ্রোহের মামলা চালাতে দেওয়ার জন্য কেজরিওয়ালকে ধন্যবাদ। ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন জানিয়েছেন তিনি। মুলত বিহারের নির্বাচনের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবী করেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়ার।
কানহাইয়ার এই টুইটকে উল্লেখ করেই পরিচালক অনুরাগ কাশ্যপের কটাক্ষ বিজেপির হয়ে কত টাকায় কাজ করলেন কেজরিওয়াল।