করোনা প্রতিরোধে ভারতে আসতে চলেছে স্পুটনিক ভি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতীয় ড্রাগ কন্ট্রোলের ছাড়পত্র পেল রুশ টিকা স্পুটনিক ভি। সিরাম ইনস্টিটিউট এর কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর তৃতীয় টিকা হিসাবে ব্যবহার করা হবে স্পুটনিক ভি। এবার থেকে জরুরী ভিত্তিতে ব্যবহার করা যাবে রাশিয়ান টিকা।

এই নিয়ে বিশ্বের ৬০ তম দেশ হিসাবে স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দিল ভারত। এমনটাই জানাচ্ছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড। ভারতে স্পুটনিক ভি টিকা তৈরি করছে ডক্টর রেড্ডিজ। মর্ডানা এবং ফাইজারের পরে স্পুটনিক ভিএর কার্যকারিতা ৯১.৬ শতাংশ।

ভারতে স্পুটনিক ভি টিকা ব্যবহারের জন্য আগেই আবেদন জানিয়েছিল ডক্টর রেড্ডিজ। ১ এপ্রিল ট্রায়ালের তথ্য জমা দিতে বলা হয়েছিল। জরুরী ভিত্তিতে টিকা প্রয়োগের বিষয়ে সোমবার বৈঠকে বসে বিশেষজ্ঞ কমিটি। সোমবারই স্পুটনিক ভি ব্যবহারে সবুজ সংকেত মেলে।

দেশের মধ্যে পাঁচটি জায়গায় তৈরি হবে ভ্যাকসিন। বছরে প্রায় ৮৫০ মিলিয়ন ভ্যাকসিন তৈরি হবে। চলতি মাসের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে স্পুটনিক ভির প্রয়োগ।

এরই মধ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১,৬১,৭৩৬ জন। মৃত ৮৭৯ জন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৬,৮৯,৪৫৩ জন। মৃতের সংখ্যা ১,৭১,০৫৮ জন। করোনা মোকাবিলায় ভ্যাকসিন পেয়েছেন ১০ কোটির অধিক মানুষ।

সম্পর্কিত পোস্ট