গেম চেঞ্জার হতে পারে স্পুটনিক ভি লাইট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শীঘ্রই ভারতের বাজারে আসতে চলছে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি। স্পুটনিক ভি হল প্রথম একটিমাত্র ডোজের ভ্যাকসিন।
জুন মাস থেকেই এই ভ্যাকসিন ভারতের বাজারে আসতে চলেছে বলে জানা গিয়েছে। ভ্যাকসিন নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে বৈঠকে বসেছে ডঃ রেড্ডিস গ্রুপ। সিঙ্গেল ডোজের রাশিয়ান ভ্যাকসিনের নাম স্পুটনিক ভি লাইট।
ইতিমধ্যেই দেশের ৩৫ টি কেন্দ্রে উপস্থিত হয়েছে স্পুটনিক ভির ডবল ডোজ।
ভারতে ডঃ রেড্ডির ল্যাবরেটরিতে তৈরিতে তৈরি ভ্যাকসিনের মূল্য হতে পারে ৯৯৫.৪০ টাকা।
শুক্রবার হায়দ্রাবাদে ডঃ রেড্ডির ল্যাবরেটরিতে এর হল উদ্বোধন। ভারতে তৈরি হলে কমবে ভ্যাকসিনের দাম। কোভিশিল্ড এবং কোভ্যাকসিনের পর তৃতীয় ভ্যাকসিন হিসাবে ভারতে এল স্পুটনিক ভি। ইতিমধ্যেই রাশিয়া থেকে বিপুল সংখ্যক ভ্যাকসিনের আমদানি করা হয়েছে।
ইতিমধ্যেই গোটা দেশে করোনার আশঙ্কাজনক পরিস্থিতিতে একমাত্র ভ্যাকসিন রাশ টানতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমত অবস্থায় স্পুটনিক ভির সিঙ্গেল ডোজ গেম চেঞ্জার হবে বলে মনে করছেন অনেকেই৷