বিজেপিতে শ্রাবন্তী – মমতার পথেই বিজেপি, গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে তারকা প্রার্থীর ইঙ্গিত !

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যত নির্বাচন এগিয়ে আসছে ততই নতুন নতুন চমক প্রতিদিন দেখছেন রাজ্যবাসী। রাজনৈতিক দলগুলোতে এখন ভিড় জমিয়েছেন তারকারা। একসময় যারা তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আজ তারাই কিনা বিধানসভা নির্বাচনের আগে নাম লেখাচ্ছেন গেরুয়া শিবিরে।

দিন কয়েক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত, হিরণ, পায়েল। এবার সেই তালিকায় নাম লেখালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার আনুষ্ঠানিকভাবে কলকাতার একটি পাঁচতারা হোটেলে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ এবং অমিত মালব্য, স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন তিনি। তারপরেই তাঁর মুখে শোনা গেল সোনার বাংলা তৈরি করার আশ্বাস।

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর টলিউডের সঙ্গে তাঁর সখ্যতার সমীকরণ সকলেরই জানা। তাপস পাল, মুনমুন সেন, দেবশ্রী, সন্ধ্যা রায়, শতাব্দী রায়, দেব, মিমি, নুসরাত জাহান এদের শুধু প্রার্থীই করেননি মমতা। বরং জিতিয়ে নিয়ে এসেছেন নির্বাচনে।

সে দিক থেকে বেশ খানিকটা ব্যাকফুটে ছিল গেরুয়া শিবির। তবে এবার বিধানসভা নির্বাচনের আগে যেভাবে ভারতীয় জনতা পার্টিতে তারকা সমাবেশ ঘটছে তাতে বলা যেতে পারে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তাদের নাম থাকলেও অবাক হওয়ার কিছু নেই।

জমির পাট্টা বিলিকে কেন্দ্র করে অশোক বনাম গৌতম তরজা,হস্তক্ষেপ জেলাশাসকের

বিজেপিতে যোগ দিয়ে আজ সাংবাদিক সম্মেলনে সেবিষয়ে খানিকটা ইঙ্গিত দিয়ে দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, “কোথায় দাঁড়াতে হবে, কার বিরুদ্ধে দাঁড়াতে হবে, এখনো সে সম্পর্কে তিনি কিছুই জানেন না।” তবে সোনার বাংলা যে গড়তে হবে সে বিষয়ে তিনি বদ্ধপরিকর।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারের নির্বাচন রাজনীতিবিদদের সেয়ানে সেয়ানে টক্করের থেকে লড়াই হবে তারকা বনাম তারকা’র। একই সঙ্গে তাদের মত যেভাবে নির্বাচনের আগে দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে টলিউড তাতে টলিউডের সমস্যা বাড়বে বই কমবে না।

ওয়াকিবহাল মহলের মতে, তারকা প্রার্থীকে যেকোনো শক্ত ঘাঁটি থেকে জিতিয়ে আনা বেশ সহজ কাজ। হয়তো সেই সমীকরণকে মাথায় রেখেই একে একে অভিনেতা-অভিনেত্রীদের শামিল করছে গেরুয়া শিবির।

পর্যবেক্ষকদের মতে, একসময় গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে তৃণমূল কংগ্রেস অনেক জায়গা থেকেই তারকা প্রার্থী বেছে নিয়েছিল। সেই স্ট্রাটিজিতে জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হয়তো হাঁটতে চলেছে গেরুয়া শিবির।

সম্পর্কিত পোস্ট