Sreesanth vs Gambhir : লিজেন্ডস লিগে গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলার জের , আইনি নোটিশ পেলেন প্রাক্তন সতীর্থ শ্রীসন্থ

Sreesanth vs Gambhir গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলার জের , শ্রীসন্থকে আইনি নোটিস ধরানো হল। লিজেন্ডস লিগের কমিশনার জানিয়েছেন আচরণবিধি মেনে চলার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিকেটাররা , তা লঙ্ঘন করেছেন শ্রীসন্থ। রিপোর্টে জানানো হয়েছে , সোশাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেছেন শ্রীসন্থ তা সরিয়ে নিলে তবেই তাঁর সঙ্গে ফের কথাবার্তা হবে। লিজেন্ডস লিগে গম্ভীর ও শ্রীসন্থ উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

অবসর নেওয়া ক্রিকেটারদের ওই লিগে বুধবার শ্রীসন্থের দল গুজরাট জায়ান্টসের মুখোমুখি হয়েছিল গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস। ওই ম্যাচে শ্রীসন্থকে পরপর ছক্কা এবং বাউন্ডারি মারেন গম্ভীর। মাঠের মধ্যেই দুই তারকার মধ্যে উত্তপ্ত দৃষ্টি বিনিময় হয়। বিবাদের শুরু সেখান থেকেই। সরাসরি গৌতম গম্ভীরকে একের পর এক বিস্ফোরক অভিযোগে বিদ্ধ করলেন শ্রীসন্থ। তাঁর কটাক্ষ ‘মিস্টার ফাইটার’ গম্ভীর সবার সঙ্গেই লড়াই করেন। সিনিয়রদের সম্মান করেন না। এর জবাবে কিন্তু গম্ভীরও টুইটারে লিখেছেন, ‘কেউ যখন লোকের মনোযোগ কাড়ার চেষ্টা করে, তখন শুধু হাসতে হয়।’

আরও খবর- Mahua Moitra : “শ্মশানে তাঁদের চিতা আমি তুলবোই……” বহিষ্কৃত হয়ে কাদের চিতা তোলার হুঙ্কার রনংদেহই মহুয়ার ?

Sreesanth vs Gambhir : লিজেন্ডস লিগে গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলার জের , আইনি নোটিশ পেলেন প্রাক্তন সতীর্থ শ্রীসন্থ

উল্লেখ্য , ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত চরিত্র শান্তাকুমারন শ্রীসন্থ । ৬ ডিসেম্বর ইন্ডিয়া ক্যাপিটালস বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচের সময় গম্ভীর যে ‘ফিক্সার’ বলেছেন, তা স্টাম্প মাইকে ধরা পড়েছে কিনা, তা নিয়েও চলছে কথা। যদি তা না হয়, তা হলে গম্ভীরকে দোষী সাবস্ত করার কোনও রাস্তাই থাকবে না। ম্যাচের পর দুই আম্পায়ার তাঁদের রিপোর্ট জমা করেছেন। সেখানেও ম্যাচে ঘটে যাওয়া ঘটনা নিয়ে রিপোর্ট দিয়েছেন তাঁরা। কিন্তু সেখানে কোথাও লেখা হয়নি গম্ভীর ‘ফিক্সার’ বলেছেন শ্রীসন্থকে। ঝামেলার জন্য গম্ভীর তাঁকে উস্কেছেন কিনা , তাও স্পষ্ট বলা নেই। ফলে পরিস্থিতি এখন ঘুরে গিয়েছে শ্রীসন্থের দিকেই। তিনি যে বেশ চাপে পড়েছেন সন্দেহ নেই।

সম্পর্কিত পোস্ট