Sri Lanka Crisis : লঙ্কায় লঙ্কাকাণ্ড! ধ্বংসের পথে প্রতিবেশী দেশটি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পেট্রলপাম্পগুলো (Petrolpump) সব ফাঁকা, দিনের ২৪ ঘন্টার মধ্যে ১৩ ঘন্টাই ইলেকট্রিসিটি (Electricty) নেই! এমন‌ই ভয়াবহ অবস্থা লঙ্কার রাজধানী কলম্বোয় (Colombo)। এ যদি রাজধানীর ছবি হয় তবে দেশের গ্রামাঞ্চলের কী অবস্থা তা সহজেই অনুমান করা যায়। বিদ্যুতের অভাবে চাষাবাদও প্রায় থেমে গিয়েছে। এই পরিস্থিতিতে শেষমেশ ধৈর্যের বাধ ভাঙল লঙ্কার জনতার।

শ্রীলঙ্কার ( Sri Lanka Crisis ) বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Foreign Currency Reserve) পুরো ফাঁকা হয়ে গিয়েছে। ফলে খাদ্যশস্য আমদানি বন্ধ। সভ্যতার প্রধান চালিকাশক্তি কয়লা ও খনিজ তেল, অর্থাৎ জ্বালানি আমদানিও বন্ধ হয়ে গেছে। ঋণের ভারে গোটা দেশের অবস্থা এতটাই খারাপ যে বিদেশি কোন‌ও রাষ্ট্র তাদের আর ধার দিতে চাইছে না। আশঙ্কা ধার দিলে তা আর যদি ফেরত পাওয়া না যায়!

এই পরিস্থিতিতে দেশটিতে জীবনদায়ী ওষুধের (Medicine) ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে। ভারত সহ বিদেশি ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি ধারে ওষুধ সরবরাহ করতে চাইছে না। লঙ্কার চিকিৎসকদের (Doctors) আশঙ্কা দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে পর্যাপ্ত চিকিৎসার অভাবে দেশবাসীর একটা বড় অংশের মৃত্যু হতে পারে।

শ্রীলঙ্কা দেউলিয়া হতেই চাপ বাড়ছে ভারতের উপর

Sri Lanka Crisis

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেল হতেই পথে নামে শ্রীলঙ্কার ( Sri Lanka Crisis ) মানুষ। প্রতিবাদ মিছিল নয়, সরাসরি রাষ্ট্রপতি ভবন অভিযান করে। রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্ষে (Gotabaya Rajapaksa) উপর দেশের মানুষের ক্ষোভ তুঙ্গে। হাজার হাজার নাগরিকের এই মিছিল সামাল দিতে পুলিশের ওপর ভরসা না করে সেনাবাহিনী তলব করে সরকার।

কিন্তু অস্তিত্ব সঙ্কটে ভুগতে থাকা জনতা তাতেও ভয় পায়নি। সরাসরি বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে রাষ্ট্রপতি ভবনের দরজায়। সেখানে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা বাসে আগুন ধরিয়ে দেয়, রাষ্ট্রপতি ভবন লক্ষ্য করে পাথর ও কাঁচের বোতল ছুড়তে শুরু করে ক্ষুব্ধ জনতা।

 

এই পরিস্থিতিতে পর্যটকদের উপর ভর করে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারত ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটি। কিন্তু বিদ্যুতের অভাব, আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে বিদেশী পর্যটকরা একের পর এক শ্রীলঙ্কা সফর বাতিল করছে।

উল্লেখ্য, রামায়নের মতো প্রাচীন ভারতীয় সাহিত্য ও ধর্মগ্রন্থে এই দ্বীপ রাষ্ট্রকে লঙ্কা ও সিংহল বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে সেদেশের সরকার অবশ্য নাম পাল্টে শ্রীলঙ্কা করে।

সম্পর্কিত পোস্ট