Sri Lanka’s cabinet ministers resign : শ্রীলঙ্কার আর্থিক সংকটে ইস্তফা দিলেন ২৬জন মন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কিছুদিন ধরেই গোটা বিশ্বের নজর শ্রীলঙ্কার( Sri Lanka) দিকে। জ্বালানি,খাদ্য, বিদ্যুৎ সংকট নিয়ে শ্রীলঙ্কার পরিস্থিতি শোচনীয়। দেশের রাজকোষ শূন্য। এবার এই সংকটের প্রভাব পড়ল শ্রীলংকার সংসদে। রবিবার, ৩এপ্রিল রাতে দেশের ২৬ জন মন্ত্রী ইস্তফা( Sri Lanka’s cabinet ministers resign ) দিলেন।

বিশ্বের সমস্ত বিশেষজ্ঞ মহলই শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে না পারার অভিযোগ তুলছে। সরকারের বিরোধিতায় আমজনতা আগেই পথে নেমেছে। বিক্ষোভ দমাতে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয় শ্রীলঙ্কায়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Corona : ২৫ মাস ধরে বন্ধ রবীন্দ্রভবন, চূড়ান্ত আর্থিক ক্ষতি

Sri Lanka’s cabinet ministers resign

দেশজুড়ে এই সংকটের কারণে প্রায় ২৬ জন মন্ত্রী তাদের ইস্তফাপত্র ( Sri Lanka’s cabinet ministers resign ) রবিবার রাতে পাঠিয়ে দেন গোতাবায়া (Gotabaya Rajpaksa) সরকারের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে ভুল খবরও ছড়ায় যে প্রধানমন্ত্রী নাকি ইস্তফা ( Sri Lanka’s cabinet ministers resign ) দিয়েছেন। গত বৃহস্পতিবার থেকেই পরিস্থিতি আরো খারাপ হয় শ্রীলঙ্কায়। পথে নামা সাধারণ মানুষের করা বিক্ষোভ সামাল দিতে না পেরে নামানো হয় সেনা। জারি করা হয় কারফিউ।

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রেসিডেন্ট নির্দেশ দেন,  “কেউ রাস্তায় বেরোবেন না।” এই নির্দেশ নিয়েও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা দেখা যায়। আজ সকাল ৬টা পর্যন্ত এ নির্দেশ জারি ছিল শ্রীলঙ্কায়।  অন্যদিকে শ্রীলঙ্কা সরকার কাগজের সংকটের জন্য দেশে পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলের হাজার হাজার পড়ুয়াদের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। সরকারের ব্যর্থতায় এখন হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

সম্পর্কিত পোস্ট