SSC Recruitment Case In High Court : প্রায় ৬ ঘন্টা জেরা করল CBI,জেলে পুরে জেরার পরামর্শ বিচারপতির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ SSCর প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাই প্রধান কালপ্রিট। প্রয়োজনে তাঁকে জেলে পুরে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। SSC দুর্নীতি ( SSC Recruitment Case In High Court ) মামলায় এমনই নজিরবিহীন মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি চার কর্তাকেও জেরার নির্দেশ। বিতর্কিত ৪ এসএসসি কর্তার সম্পত্তির হিসাব পেশের নির্দেশও দিয়েছেন বিচারপতি।

প্রায় ৬ ঘন্টা জেরার পর সিবিআই দপ্তর থেকে  এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন ৪ জন সদস্যকে বেরোতে দেখা যায়। নিজাম প্যালেস নিয়ে যাওয়া হয় ৪ জন সদস্যকে এবং সেখানেই সিবিআইয়ের ম্যারাথন জেলা চলে।

Pakistan NSA resigns : রাজনৈতিক অচলাবস্থার জেরে পাক এনএস‌এ’র ইস্তফা

SSC Recruitment Case In High Court

এসএসসির উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন  তৎকালীন শিক্ষামন্ত্রী সচিব সুকান্ত আচার্য, শিক্ষা বিভাগের তৎকালীন ওএসডি পিকে বন্দোপাধ্যায়, ল এফিসার টি পাঁজা, এবং স্কুল শিক্ষা দপ্তরের তৎকালীন ডেপুটি ডিরেক্টর অলোক কুমার সরকার। সোমবার, ৪ই এপ্রিল নিজাম প্যালেস এ প্রায় ৬ ঘণ্টা জেরার পর এই চারজন সদস্য বেরোলেন।

সিবিআই এর অভিযোগ এসএসসির (SSC Recruitment Case In High Court  )গ্রুপ ডি’র(Group D) দুর্নীতি বিনিয়োগে প্রায় ৯৮ জনের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। ৪ জন সদস্যকে জেরা করার বিপক্ষে কোনো স্থগিতাদেশ দেননি উচ্চ আদালত। ফলে সিবিআইয়ের সামনাসামনি তাদের হতেই হয়।

গ্রুপ-ডি শুধু নয় গ্রুপ সি(Group C) ও দুর্নীতি মামলায় অনেক আগে থেকে জর্জরিত। হাইকোর্টের দুর্নীতি মামলা নিয়ে শুনানি চলছে এখনও। সিবিআই তদন্ত এড়াতে কম চেষ্টা করেনি শিক্ষা কমিশনের সদস্যরা। সোমবার দিনভর এ মামলা নিয়ে আদালতের টানাপোড়েন চলেছে।

সম্পর্কিত পোস্ট