বদল হতে পারে রাজ্য বিজেপির সভাপতি ! দিল্লিতে জরুরি তলব শুভেন্দুকে

দ্য কোয়ারি ওয়েব ডেস্ক: বুধবার রাতেই কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তবে দিল্লি উড়ে গেলেন শুভেন্দু অধিকারী। বুধবার রাত আটটায় কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছান তিনি। রাত ৯ টায় এয়ার ইন্ডিয়ার বিমান ধরে দিল্লি উড়ে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য ৩২ মিনিট দেরি করে সেই বিমান।

বিজেপি সূত্রের খবর মঙ্গলবারের বৈঠক থেকেই জল মাপা শুরু করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। এই বৈঠকেই এক রাজনৈতিক প্রস্তাব রাখা হয়। সেটি হল দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর সমমর্যাদার। তাতেই শিলমোহর দিয়েছে বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। কাজেই এবার থেকে বিজেপির সভা হোক বা পোস্টার- ফেস্টুন সব জায়গাতেই দিলীপ ঘোষের সঙ্গে থাকবে শুভেন্দু অধিকারীর ছবি।

রাজনৈতিক মহলের মতে এ কথাকে মাথায় রেখেই রাজ্যে বিধানসভা অধিবেশন শুরুর আগে বিরোধী দলনেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। মনে করা হচ্ছে মূলত এবারের বিধানসভা অধিবেশনে কোন কোন ইস্যুগুলি উঠে আসতে পারে এবং তাতে বিজেপির আক্রমণাত্মক মনোভাবের স্ট্র্যাটিজি কি হবে তাই ঝালাই করে নিতে চাইছেন তারা।

শুধু তাই নয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বদল হতে পারে রাজ্য বিজেপির সভাপতিও। সেক্ষেত্রে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করে রাজ্য সভাপতি পদে শুভেন্দু ঘনিষ্ঠ কাউকে আনা হতে পারে। সূত্রের খবর ইতিমধ্যেই আলাপ-আলোচনা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। আগেই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের জন্য নিয়োগ করা হচ্ছে নতুন পর্যবেক্ষক।

ওয়াকিবহাল মহলের মতে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর দলে দলে অনেকেই নাম লেখাতে চলেছেন ঘাসফুল শিবিরে। শুধু তাই নয়, মুকুল রায় খুব ভালো করেই জানতেন দিলীপ ঘোষেদের স্ট্র্যাটিজি কি হতে পারে। তাই মুকুল রায়ের সঙ্গে সম্মুখ সমরে লড়াই করার জন্য শুভেন্দু অধিকারীকে বেছে নিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। এখানেই প্রশ্ন, তাহলে আগামী দিনে কি বঙ্গ বিজেপির রাস থাকছে শুভেন্দু অধিকারীর হাতেই?

দলত্যাগ বিরোধী আইন থেকে শুরু করে পিএসি চেয়ারম্যান পদ,করোনা ভ্যাকসিন থেকে শুরু করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। একের পর এক টাফ ফাইটে লড়াই দিয়ে যাচ্ছেন শুভেন্দু। বিধানসভা নির্বাচনে জিতে আসার পর থেকেই কার্যত বিজেপির মুখ হয়ে উঠেছেন তিনি।

২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে যাবে একের পর এক কেন্দ্রের হেভিওয়েট বৈঠক। তবে আলোচ্য বিষয় কী ? সেটা এখনো স্পষ্ট নয়। বৈঠক শেষে কি বার্তা দেন বিরোধী দলনেতা নজর থাকবে সেদিকে।

সম্পর্কিত পোস্ট